গুগলের প্রোডাক্ট বিজনেসের মাথায় এবার ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই
ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইকে কোম্পানির প্রোডাক্ট বিজনেস হেড নির্বাচিত করলেন গুগলের সিইও ল্যারি পেজ। যদিও, গুগল এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
ওয়েব ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইকে কোম্পানির প্রোডাক্ট বিজনেস হেড নির্বাচিত করলেন গুগলের সিইও ল্যারি পেজ। যদিও, গুগল এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
এবার থেকে গুগল প্লাস, সার্চ, ম্যাপস, রিসার্চ, কমার্স ও বিজ্ঞাপন সহ যাবতীয় পরিকাঠামোর দায়িত্ব সামলাবেন সুন্দর। এর সঙ্গেই আগের পদ, অ্যানড্রয়েড, ক্রোম ও অ্যাপসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ চালিয়ে যাবেন তিনি।
গত ন'বছর ধরে গুগলের সঙ্গে যুক্ত পেজ। প্রকৃতপক্ষে নতুন দায়িত্ব পাওয়ার পরে পিচাই গুগলের 'সেকেন্ড ইন কম্যান্ড' হয়ে উঠবেন। তবে গুগলের মূল স্টিয়ারিং ল্যারি পেজের হাতেই থাকছে।
সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই কোম্পানির শীর্ষ পদে রদবদলের কথা ভাবছিলেন পেজ। আশঙ্কা করছিলেন উদ্ভাবনী ক্ষমতা হারাচ্ছে গুগল। পিচাইকে প্রোডাক্ট বিজনেসের শীর্ষে এনে ফের গুগল-জগতে নয়া সংযোজনের পথ প্রসস্থ করলেন তিনি।