Durga Puja 2022 : রাত্রি সমাচার || কবিতা ||

দীপঙ্কর সরকার

Updated By: Sep 29, 2022, 05:51 PM IST
Durga Puja 2022 : রাত্রি সমাচার || কবিতা ||

রাত্রি সমাচার

দীপঙ্কর সরকার

যেখানে ফিরেছে হাওয়া কবরের পাশটি ঘিরে

দারুণ উন্মাদনা, জোনাক জ্বলা রাতটি কেমন

উদাসী উন্মনা।

ফুল-পাখিরা ঘুমায় দেখি আলস্যে ভরপুর হরিণ

শাবক তখনও খুঁটে খায় শস্যকণা, নদীর জলে

চাঁদের ছায়া যায় ভেসে যায় বটে পাকুড়ের ফেনা।

তারিণী খুড়ো তখনও হাঁকে শেষ পারানির খেয়া

কে যাবে গো ওই পাড়েতে বন্ধ হবে সকল লেনা

দেনা ।

আঁধার রাতের আনাগোনা সাঙ্গ হবে তখনও

রাত পাখিরা ডাকবে ঠিক হিসেব না মানা।

 

পড়ুন: বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.