চোখে ট্যাটু করে ওয়েব দুনিয়ায় ভাইরাল আর্টিস্ট করণ কিং

Updated By: Oct 10, 2017, 07:24 PM IST
চোখে ট্যাটু করে ওয়েব দুনিয়ায় ভাইরাল আর্টিস্ট করণ কিং

সংবাদ সংস্থা: করণ কিং, দিল্লির ট্যাটু আর্টিস্ট। বয়স ২৮। ভারতীয় হিসেবে তিনিই প্রথম ট্যাটু আর্টিস্ট যিনি নিজের চোখের মণিতে রংয়ের রেখাচিত্র আঁকানোর সাহস দেখিয়েছেন, এমনই দাবি করণের। 

আরও পড়ুন- অতিরিক্ত ঘুম বয়স বাড়াচ্ছে মস্তিষ্কের, আশঙ্কা থাকছে হার্ট অ্যাটাকেরও! 

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এ দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেছেন, "আমি জানি, আমার এই ইচ্ছের কথা জানার পর এবং অভীষ্টপূরণের পর অনেকেই আমাকে অপছন্দ করবেন। কিন্তু আমি এটা করিয়েছি, কারণ আমি মনে প্রাণে চেয়েছি চোখে ট্যাটু করাতে। আমার চোখ, আমার আনন্দ, আমার জীবন।" চোখের মতো একটি সংবেদনশীল জায়গায় উল্কি করানোর পরিণতি ভয়ানক হতে পারে, এমনকী দৃষ্টি শক্তিও চলে যেতে পারে, এটা জেনেও চোখে ট্যাটু করানোর মত একটা সিদ্ধান্ত করণ কিং নিয়েছেন। "আমি জানতাম, পান থেকে চুন খসলেই আমাকে হয়ত নিজের চোখ হারাতে হত। তবে আমি কায়মনোবাক্যে চেয়েছিলাম চোখে ট্যাটু করাতে। শেষ পর্যন্ত করতে পেরেছি", চোখে ট্যাটু করানোর পর এই প্রতিক্রিয়াই দিয়েছেন করণ। 

 

.