নুন জলেই কুপোকাত করোনা ভাইরাস, দাাবি বিশেষজ্ঞদের

নাকের গহ্বরে লুকিয়ে থাকা করোনা ভাইরাস নুন জলে ধুয়ে বেরিয়ে আসে।

Updated By: Feb 22, 2021, 04:49 PM IST
নুন জলেই কুপোকাত করোনা ভাইরাস, দাাবি বিশেষজ্ঞদের

মৈত্রেয়ী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদন: নুন জলেই কুপোকাত করোনা ভাইরাস। রোগীদের উপর সমীক্ষা করে এমনটাই বলছেন রাজ্যের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। পেডিয়াট্রিক ইউরোলজি বিশেষজ্ঞ, উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, এমআর বাঙুর হাসপাতালের সুপার শিশির নষ্কর, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বিভূতি সাহার নেতৃত্বে হয়েছে এই গবেষণা। 

গত আগস্ট মাস থেকে এম আর বাঙুর হাসপাতালের ১৪৫ জন করোনা রোগীর উপর স্টাডি করেই এমনটা বলছেন তাঁরা। দেখা গিয়েছে, যে করোনা আক্রান্তরা নিয়মিত নুন জলে নাক ধুয়েছেন, তাঁদের সংক্রমণ বেশি সিরিয়াস তো হয়নি, এমনকি দ্রুত কমে এসেছে তাঁদের ভাইরাসের কর্মক্ষমতা।  
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নাকের গহ্বরে লুকিয়ে থাকা করোনা ভাইরাস নুন জলে ধুয়ে বেরিয়ে আসে।

দেখুন ভিডিওতে..

 

কী করতে হবে করোনা বিদায়ে? 
প্রতি ৬ ঘণ্টা অন্তর, অথবা দিনে অন্তত দু’বার নুন জল দিয়ে নাকের ভিতরের অংশ ধুয়ে নিতে হবে। তাতেই ফ্যারিংস হয়ে ফুসফুসে পৌঁছনোর আগেই নাকের গহ্বরে লুকিয়ে থাকা নভেল করোনা ভাইরাস ধুয়ে বেরিয়ে আসবে।

.