Zodiac: আগামী শনিবার ২২ অক্টোবর দিনটি কি অশুভ? কী বলছে আপনার রাশি...

Zodiac: কোনও কোনও মহলে আসন্ন শনিবারটি নিয়ে একটু ধন্দ তৈরি হয়েছে। লোকজন বলাবলি করছেন, আগামী শনিবার ২২ অক্টোবর দিনটি নাকি তেমন ভালো নয়, মানে, অশুভ। আসুন রাশি মিলিয়ে দেখে নেওয়া যাক, সত্যিই কি তাই?

Updated By: Oct 19, 2022, 04:23 PM IST
Zodiac: আগামী শনিবার ২২ অক্টোবর দিনটি কি অশুভ? কী বলছে আপনার রাশি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিফল সাধারণত বার্ষিক, মাসিক, সাপ্তাহিক বা দৈনিক হয়। যাঁরা রাশিফল-নির্দেশিত পথে চলতে চান তাঁরা এগুলি খেয়াল করেন এবং নিজের রাশির বিষয়ে কিছু নির্দেশিকা থাকলে বা কোনও সকর্কতা থাকলে সেটা মেনে চলেন। এই সপ্তাহের রাশিফল, মানে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবরের রাশিফল ইতিমধ্যেই প্রকাশিত। কিন্তু তা সত্ত্বেও কোনও কোনও মহলে আসন্ন শনিবারটি নিয়ে একটু ধন্দ তৈরি হয়েছে। লোকজন বলাবলি করছেন, আগামী শনিবার ২২ অক্টোবর দিনটি নাকি তেমন ভালো নয়, মানে, অশুভ। আসুন রাশি মিলিয়ে দেখে নেওয়া যাক, সত্যিই কি তাই?  

মেষ

বাড়তি খরচ, বন্ধু থেকে সতর্ক থাকুন, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায় জটিলতা বাড়তে পারে। পেটসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। 

বৃষ

গোপন শত্রু বিষয়ে সাবধান থাকুন। নববিবাহিতেরা ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। দাঁতের সমস্যা হতে পারে। 

মিথুন 

অর্থসমস্যা থাকতে পারে, কেটে যেতেও পারে। প্রেমে হতাশা। পুরনো ঋণশোধ নিয়ে চিন্তা। 

কর্কট

মাতৃস্থানীয়ার স্বাস্থ্য় নিয়ে উদ্বেগ। বয়স্কেরা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। 

সিংহ

বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা কর্ম পরিবর্তনের চেষ্টা করুন, কিছু সংকট ঘনাতে পারে। সঞ্চয়ে স্বল্পতা নিয়ে সাংসারিক অশান্তি।

আরও পড়ুন: Diwali Cleaning Tips: দীপাবলির আগে ঘর পরিষ্কার করছেন তো? এই জিনিসগুলি না সরালে কিন্তু কিছুতেই আসবে না সৌভাগ্য...

কন্যা

বিদেশে পড়াশোনার সুযোগ এলেও তা ফসকে যেতে পারে। পরিবারের জন্য অনেক খরচপাতি করলেও পরিবারের সদস্যদের মন পেতে সমস্যা হবে। আর সেই পরিশ্রমজনিত ক্লান্তিতে অবসন্ন থাকবে শরীরমন। 

তুলা

যে কোনও ক্ষেত্রে বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। সন্তানকে নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ ঘটতে পারে। বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। 

বৃশ্চিক

পরিবারে অশান্তি দেখা দিতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণে বাধা ঘটতে পারে। দাম্পত্যকলহ।

ধনু

পড়ুয়াদের ক্ষেত্রে ভালো নয়, অমনোযোগিতার মাশুল দিতে হতে পারে। অর্থের আদান-প্রদান নিয়ে একটু সচেতন থাকুন। 

মকর

শারীরিক ভোগান্তি বেশি হবে। রক্তচাপ বৃদ্ধির সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে বদলির আশঙ্কা।  

কুম্ভ

আত্মীয়ের শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে ও পাড়ায়-আড্ডায় ঝগড়াঝাঁটির আশঙ্কা। বাড়তি কথা বলবেন না। বন্ধুর থেকে ক্ষতির আশঙ্কা। মানসিক উত্তেজনা থাকবে। ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। 

মীন

পতঙ্গবাহিত রোগ থেকে সাবধানে থাকতে হবে। শারীরিক সমস্যার আশঙ্কা।  

(জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো এখানে এ বিষয়ে কোনও নিজস্ব মত জানাচ্ছে না বা নির্দেশ দিচ্ছে না।)    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.