Chandra Grahan: চন্দ্রগ্রহণের সময়ে এই ৭ কাজ দূর করবে সমস্ত অশুভ ও অমঙ্গল; জানেন কী করতে হবে?

Lunar eclipse-র কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা জরুরি বলে মনে করা হয়। বিশ্বাস, চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই। করলে অশুভই হয়। গ্রহণের সময়ে কোনও কাজ করলে নেগেটিভ এনার্জি বেড়ে যায় বলে জ্যোতিষমতে দাবি।

Updated By: May 16, 2022, 12:33 PM IST
Chandra Grahan: চন্দ্রগ্রহণের সময়ে এই ৭ কাজ দূর করবে সমস্ত অশুভ ও অমঙ্গল; জানেন কী করতে হবে?

নিজস্ব প্রতিবেদন: ২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ আজ, ১৬ মে , বুদ্ধপূর্ণিমার দিনে। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে, শেষ হবে আর কিছুক্ষণের মধ্যেই। চন্দ্রগ্রহণের কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা জরুরি বলে মনে করা হয়। বিশ্বাস, চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই। করলে অশুভই হয়। গ্রহণের সময়ে কোনও কাজ করলে নেগেটিভ এনার্জি বেড়ে যায় বলে জ্যোতিষ মতে দাবি করা হয়ে থাকে। 

তাই চন্দ্রগ্রহণের কুপ্রভাব কাটাতে ৭ টি উপায়ের কথা বলা হয়েছে: 

চন্দ্রগ্রহণের সময় গুরুমন্ত্রণ জপ করা উচিত। এই মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। 

চন্দ্রগ্রহণের সময়ে মৃত্যুঞ্জয়মন্ত্রও জপ করতে পারেন। 

চন্দ্রগ্রহণের সময় গায়েত্রী মন্ত্রী জপ করা যেতে পারে, তাতে আটকে থাকা কাজ সম্পন্ন হয় বলে প্রাচীন বিশ্বাস, কেটে যায় কাজে বাধা। 

যাঁদের শনি দুর্বল তাঁরা গ্রহণের সময় শনি মন্ত্র জপ করতে পারেন, তাতে শনিদেবের কৃপা পাওয়া যায়। 

চন্দ্রগ্রহণের সময়ে মুখে অবশ্যই একটা তুলসী পাতা রাখবেন, জ্যোতিষমতে এতে নেগেটিভ এনার্জি কোনও ক্ষতি করতে পারবে না। 

গ্রহণ শুরু হওয়ার আগে ও পরে অবশ্যই স্নান করতে হয়, আগে না করলেও গ্রহণের পরে অবশ্যই স্নান বিধেয়। 

চন্দ্রগ্রহণের দিনে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, তবে এজন্য লক্ষ্মীর ধ্যান করতে হয়।

আরও পড়ুন: Chandra Grahan: রাত পোহালেই চন্দ্রগ্রহণ! জেনে নিন কোন রাশির সমস্যা বাড়তে পারে; কী করণীয়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.