আপনার বিড়ালটি আসলে ৯৫% বাঘ

আমরা হামেশাই একটা কথা বলে থাকি যা, বাঘের মাসি বিড়াল। কিন্তু কোনওদিন কি এটা ভেবে দেখেছেন যে, বিড়ালকে বাঘের মাসি কেন বলা হয়? শুধু কি এটা একটা প্রচলিত কথা বলে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।

Updated By: Feb 18, 2016, 12:27 PM IST
আপনার বিড়ালটি আসলে ৯৫% বাঘ

ওয়েব ডেস্ক: আমরা হামেশাই একটা কথা বলে থাকি যা, বাঘের মাসি বিড়াল। কিন্তু কোনওদিন কি এটা ভেবে দেখেছেন যে, বিড়ালকে বাঘের মাসি কেন বলা হয়? শুধু কি এটা একটা প্রচলিত কথা বলে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।

বিড়ালকে বাঘের মাসি বলা হয় ঠিকই, কিন্তু বিড়াল আসলে বাঘের মাসি নয়। বিড়াল ৯৫ শতাংশ বাঘ। বাঘের মধ্যেকার শুধু চারিত্রিক স্বভাবই যে বিড়ালের সঙ্গে মেলে তা কিন্তু নয়। বাঘের শারীরিক এবং জেনেটিক মিলও রয়েছে বিড়ালের সঙ্গে। পরীক্ষা করে দেখা গিয়েছে, আপনার আমার বাড়িতে পোষা বিড়ালটির মধ্যে ৯৫.৬% ডিএনএ রয়েছে বাঘের। তাই আজ থেকে আর বিড়ালকে বাঘের মাসি বলে আন্ডারএস্টিমেট করবেন না। আসলে সেও কিন্তু বাঘই।

 

.