তেজ পাতার বিড়িতে কমবে খুশখুশে কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা?
তেজপাতা খুব সহজেই রেস্পিরেটরি সিস্টেমকে পরিষ্কার করে।
নিজস্ব প্রতিবেদন: তেজপাতাতেই কমবে শ্বাসকষ্ট ও খুশখুশে কাশি। তার জন্য সকাল সন্ধে খেতে হবে তেজপাতার তৈরি বিড়ি। এটি কাশি কমানোর জন্য একটি ঘরোয়া টোটকা।
তেজপাতা কাশি সারিয়ে তোলে তা কমবেশি অনেকেরই জানা। কিন্তু সকলেই গরম চায়ে ফুটিয়ে খায় বা খাবারের মধ্যে দিয়ে থাকেন। কিন্তু খুব দ্রুত যদি কাশি কমাতে হয় তাহলে এই টোটকা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।
তেজপাতা খুব সহজেই রেস্পিরেটরি সিস্টেমকে পরিষ্কার করে। সর্দি হোক বা কাশি, তেজপাতা দ্রুত সারিয়ে তুলতে পারে। তেজপাতার বিড়ি বানিয়ে না খেতে পারলেও জলে ৪ থেকে ৫টি তেজপাতা ফুটিয়ে অল্প ঠাণ্ডা করে খেতে পারেন। বা একটা কাপড়ে ভিজিয়ে বুকে সেঁকও দিতে পারেন।
যদি তেজপাতার বিড়ি বানিয়ে এই টোটকা ব্যবহার করতে চান জেনে নিন পদ্ধতি--
দুটি তেজপাতা নিন। একটার উপর আরেকটি রাখুন। এবার আসতে আসতে সরু করে মুড়ে ফেলুন (বিড়ির মতো করে)। এরপর একটা সুতো দিয়ে বেঁধে নিন।
রোল করা তেজপাতাটির মাথা আগুন ধরিয়ে নিভিয়ে দিন। এরপর পিছন দিকে মুখ লাগিয়ে আসতে আসতে করে ধোঁয়া টানুন। যাদের ধূমপানের অভ্যাস নেই তারা খুব সাবধানে ধোঁয়া টানবেন।
*তেজ পাতা বিড়ি কখনই শিশুদের কাশি কমাতে ব্যবহার করবেন না।*