ধুত্তোর ধর্ম! প্রেমই শেষ কথা... প্রমাণ চাইলে ভিডিও দেখুন
ভালবাসাই শেষ কথা। ধর্ম, বর্ণ, ভাষায় বাঁধতে গেলেই ফুড়ুত্ করে উড়ে যায়। ওই যে 'ধরি ধরি' করতে গিয়েও ধরতে পারবেন না যদি ভালবাসি নিভৃতে। এমন দৃষ্টান্ত দেখা গেল পশুর মধ্যে। তাদের প্রেম দেখে হতবাক অবশ্যই করবে। তখন কী মনে হবে না, ধর্ম দিয়ে ভাগ কীসের, যেখানে প্রেমই শেষ কথা!
ওয়েব ডেস্ক: ভালবাসাই শেষ কথা। ধর্ম, বর্ণ, ভাষায় বাঁধতে গেলেই ফুড়ুত্ করে উড়ে যায়। ওই যে 'ধরি ধরি' করতে গিয়েও ধরতে পারবেন না যদি ভালবাসি নিভৃতে। এমন দৃষ্টান্ত দেখা গেল পশুর মধ্যে। তাদের প্রেম দেখে হতবাক অবশ্যই করবে। তখন কী মনে হবে না, ধর্ম দিয়ে ভাগ কীসের, যেখানে প্রেমই শেষ কথা!
দক্ষিণ আফ্রিকার আকওয়াবা লজে আনা হয়েছিল এক অনাথ জাগুয়ারকে। যাকে সবাই ভালবেসে ডাকে "জ্যাগ" নামে। বাড়ির মালিক লক্ষ্য করেন, জ্যাগ বড়ই অসহায়। সময় কাটানোর জন্য কোনও বন্ধু নেই। সারাদিন ঘুমায়। চুপচাপ বসে থাকে।
জ্যাগকে সঙ্গী দেওয়ার জন্য বাড়ির মালিক ভাবলেন তার পোষা কুকুরের (Jack Russell) সঙ্গে বন্ধুত্ব করে দিলে কেমন হয়? এমনিতে কুকুর ও জাগুয়ারের বন্ধুত্ব যে খুব একটা সহজ হবে না সেটা জানতেন। তবুও একটা চেষ্টা চালালেন। তারপর... দেখুন ভিডিও