Kolkata Book Fair: বইমেলায় কি দেখা পেয়েছেন পাতিপুরুষের? না পেলে খুঁজে পেতে আলাপ করুন...

পাতিপুরুষের সঙ্গে বইমেলায় দেখা হয়েছে?  হয়নি! তাহলে দেখাটা সেরেই ফেলুন। 

Updated By: Feb 10, 2023, 05:48 PM IST
Kolkata Book Fair: বইমেলায় কি দেখা পেয়েছেন পাতিপুরুষের? না পেলে খুঁজে পেতে আলাপ করুন...

ফুসমন্তরে চিনে নিন নিজেকে। কীভাবে? বঙ্গদেশের পাতি মানুষের ছাড়াছড়ি। পথেঘাটে, অফিসে, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে অবহেলায় পড়ে আছে কত পাতি অথচ রঙিন জীবনদর্শন। সে সব নিয়ে আর কে মাথা ঘামায়! বইমেলায় ঘুরতে ঘুরতে যদি আপনার হঠাৎ খেয়াল চাপে পাতি মানুষের রকমারি জীবনদর্শনের সুলুক সন্ধান করবেন, তবে হানা দিতে পারেন কলকাতা বইমেলার লিরিকাল বুকসের ২৫১ নম্বর স্টলে। 

আরও পড়ুন:  Bengal Weather Update: অব্যাহত তাপমাত্রার পরিবর্তন, আগামী সপ্তাহে পাকাপাকি বিদায় শীতের

হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে নিন 'পাতিপুরুষের ফুসমন্তর'। আসলে পাতি মানুষের জীবনে সবই মায়া। এই ছিল, এই নেই। ফুসমন্তরে সব গায়েব। পড়ে থাকে শুধু জীবনের এক গুচ্ছ রঙিন ছবি।
বইটি লিখেছেন সাংবাদিক মণিপুষ্পক সেনগুপ্ত। ছবি এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পী যুধাজিৎ সেনগুপ্ত।

আরও পড়ুন: Amartya Sen, Visva-Bharati: 'জমি ফিরিয়ে দিন', ফের অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর

 লেখকের কথায়, 'পাতি মানুষের জীবন নানাবিধ গভীর দর্শনে ভরপুর। জনসমুদ্রে জাল ফেলে ঘোড়ার ডিম খোঁজা চলছিল। হঠাৎ-ই জালে ধরা পড়েছে পাতিপুকুরে খাবি খাওয়া বেশ কিছু রঙিন জীবনদর্শন। আপাতত গোটা পঞ্চাশেক পাতি অথচ গভীর দর্শনের সন্ধান মিলেছে। সঙ্গে জীবনের নানা ছবিও। এ বই তারই সংকলন।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.