কুল খান, কুল থাকুন! উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, লিউকেমিয়ার মতো সমস্যা থাকবে দূরে

চেহারায় যৌবন দীর্ঘস্থায়ী করতেও এই ফলের জুড়ি মেলা ভার! জেনে নিন এই ফলের একাধিক আশ্চর্য স্থাস্থ্যগুণ...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 2, 2020, 01:57 PM IST
কুল খান, কুল থাকুন! উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, লিউকেমিয়ার মতো সমস্যা থাকবে দূরে

নিজস্ব প্রতিবেদন: সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি মা সরস্বতী অসন্তুষ্ট হয়!তবে আপনি যদি এই মিথের ওপর ভরসা করে কুল খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন তাহলে আপনার স্বাস্থ্য অসন্তুষ্ট হতে বাধ্য কারণ কুলের মধ্যে আছে এমন কিছু উপাদান যা দূরে রাখবে রোগ ভোগ। টনসিলের সমস্যা থেকে উচ্চরক্তচাপ এমনকি ডায়াবেটিস পর্যন্ত সারিয়ে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক কুলের কিছু 'cool' ফান্ডা।
১) ভিটামিন ‘সি’ থাকায় কুল গলার ইনফেকশনজনিত অসুখ (যেমন: টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া) দূর করে খুব সহজে।
২) টিউমার সেল, লিউকেমিয়ার বিরুদ্ধেও লড়াই করে।
৩) উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারি। রক্ত-শুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়ার হাত থেকেও রেহাই দেয়।
৪) হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, এমনকি ব্রঙ্কাইটিস পর্যন্ত সারিয়ে দেয়। 
৫) মুখে অরুচি, কুল খেয়ে মুখের স্বাদ ফেরান।
আরও পড়ুন: সারাদিন মোবাইল ঘাঁটেন? অজান্তেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে আপনার যৌনজীবন!
৬) বাড়ায় কর্মশক্তি।  
৭) কুল শরীরে শক্তি জোগায়।  
৮) কুল খেলে কেটে যাবে আপনার অবসাদ।  
৯) তারুণ্য ধরে রাখে।

.