Abhishek Banerjee: 'এক ডাকে অভিষেক'-এ বিপুল সাড়া! ১ মাসেই দেড় লক্ষ ফোন, কী কী অভিযোগ জমা পড়ল?

বিভিন্ন সমস্যা সমাধানের আশা নিয়ে মানুষের ফোন আসছে। এছাড়া স্বাস্থ্য এবং আইন-শৃঙ্খলার সমস্যা নিয়েও বহু ফোন আসছে। স্বস্তির বিষয় হল, অভিযোগ পাওয়া মাত্রই, তা চিহ্নিত করা হচ্ছে এবং সমাধানও হচ্ছে। 

Edited By: তনুজিৎ দাস | Updated By: Jul 10, 2022, 05:09 PM IST
Abhishek Banerjee: 'এক ডাকে অভিষেক'-এ বিপুল সাড়া! ১ মাসেই দেড় লক্ষ ফোন, কী কী অভিযোগ জমা পড়ল?

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ঘোষণার এক মাসও হয়নি। এর মধ্যেই 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলল। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ মানুষ 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) কর্মসূচিতে ফোন করে ফেলেছেন। কী ধরনের ফোন এসেছে? সেই খোঁজ নিল Zee 24 Ghanta।

১৮ জুন 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) কর্মসূচির ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চালু হয় টোল ফ্রি হেল্পলাইন নম্বর। 'দিদিকে বলো'র (Didi Ke Bolo) মতো ওই নম্বরে ফোন করেও সমস্যার কথা জানাতে পারে সাধারণ মানুষ।

জানা গিয়েছে, এই কর্মসূচিতে অভাবনীয় সাড়া মিলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছে 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek)-এর টোল ফ্রি নম্বরে। আইন-শৃঙ্খলা এবং স্বাস্থ্য বিষয়ক যা যা অভিযোগ মানুষ জানাচ্ছে, সমস্তটাই যাতে তখনই সমাধান করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে যে অভিযোগগুলো আসছে, সেগুলো সংশ্লীষ্ট দফতর বা বিভাগের কাছে পাঠানো হচ্ছে সমাধানের জন্য।  তবে কেবল অভিযোগই নয়, এসেছে বেশ কিছু পরামর্শ। সামনেই ২১ জুলাই। সূত্রের খবর, এরপর নিজের সংসদীয় এলাকার প্রতিটি বিধানসভায় প্রশাসনকে সঙ্গে নিয়ে মানুষের সমস্যা সমাধানে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

একুশের বিধানসভা ভোটে 'দিদিকে বলো' (Didi Ke Bolo) কর্মসূচির সুফল ঘরে তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সামনেই পঞ্চায়েত এবং এরপর চব্বিশের লোকসভার মহারণ। তার আগে 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.