মহুয়ার পাশে বাম! আইনি সাহায্যের আশ্বাস বিকাশ ভট্টাচার্যের
মহুয়া মৈত্রের একটি স্পষ্ট বৈজ্ঞানিক সিদ্ধান্তের পক্ষে তাঁর দল দাঁড়াতে পারছেনা বলেও জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তাঁর মতে আরএসএস জেখাবে ধর্মকে ব্যবহার করতে চায়, তৃণমূলও তাই করছে।
মৌমিতা চক্রবর্তী: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন সিপিএম-এর রাজ্যসভা সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাক সবরকম সাহায্যের আশ্বাস দিলেন তিনি।
বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন মহুয়া ভুল বলেননি। তাঁর দাবি মহুয়া মৈত্র যদি সত্যিই বিজ্ঞান সম্মত কথায় বিশ্বাস রাখেন তাহলে তাঁর উচিত অবিলম্বে তৃণমূলের সাথে সম্পর্ক ছেদ করা। এছাড়াও তাঁকে সবরকম আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন বিকাশ ভট্টাচার্য।
সিপিএম-এর রাজ্যসভার সাংসব বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন মহুয়া মিত্র কোনও ভুল কিছু বলেননি। তিনি ধর্মবিরোধী কোনও কথাও বলেননি। বিকাশ ভট্টাচার্য আরও বলেন মা কালির পুজাকে কেন্দ্র করে মানুষের যে অভ্যাস এবং রীতি সেই কথাই বলেছেন মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্রের একটি স্পষ্ট বৈজ্ঞানিক সিদ্ধান্তের পক্ষে তাঁর দল দাঁড়াতে পারছেনা বলেও জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তাঁর মতে আরএসএস জেখাবে ধর্মকে ব্যবহার করতে চায়, তৃণমূলও তাই করছে।
বিকাশ ভট্টাচার্যের দাবি মহুয়া মৈত্র বিজ্ঞানমনস্ক, লড়াকু এবং ধর্মান্ধতার বিরুদ্ধে হলে তাঁর অবিলম্বে তৃণমূল ত্যাগ করা উচিৎ এবং প্রয়জনে তাঁকে সবরকম আইনি সাহায্য বিকাশ ভট্টাচার্য করবেন বলেও জানিয়েছেন।