ব‌ই আর ফুটবল-এই দুই অনুভূতিকে হাতিয়ার করেই জনসংযোগ বাড়াতে চাইছে বাম যুবসংগঠন

হারিয়ে যাওয়া মাসলাইনকে আবারও রিকানেক্ট করতে তাই নয়া ভাবনা বাম যুবসংগঠনের।

Updated By: Nov 4, 2019, 10:18 PM IST
ব‌ই আর ফুটবল-এই দুই অনুভূতিকে হাতিয়ার করেই জনসংযোগ বাড়াতে চাইছে বাম যুবসংগঠন

মৌমিতা চক্রবর্তী

কখনো ব‌ই, আবার কখনো ফুটবল। এই দুটিকে সম্বল করেই মানুষের সঙ্গে আবারও নিবিড় সম্পর্ক স্থাপনের চেষ্টা। আবারও ভেঙে যাওয়া লাইন জোড়া লাগানোর প্রয়াস। বারবার নতুন নতুন পরীক্ষা। পরীক্ষার মাধ্যমেই আসলে পুরোনো সেই মাসলাইনকে ধরতে চাইছে সিপিএম। তাই একদিকে ব‌ই বিনিময় উৎসব, আর অন‍্যদিকে ফুটবল প্রতিযোগিতা করার ডাক দিয়েছে সিপিএম।

 

আগামী ২৩ নভেম্বর যাদবপুরে ব‌ই বিনিময় উৎসবের ডাক দিয়েছে ডিওয়াইএফ‌আই যাদবপুর আঞ্চলিক কমিটি। নিজের ব‌ই দিয়ে আপনার সংগ্রহে নেই, এমন ব‌ই বিনিময়ে নিয়ে যেতে পারবেন আপনি। সঙ্গে চলবে আড্ডা, গান।

পাশাপাশি ফুটবল প্রতিযোগিতার ডাক দেওয়া হয়েছে রাজ‍্য‌জুড়ে। ডিওয়াইএফ‌আই রাজ‍্য সম্পাদক সায়নদীপ মিত্র এ বিষয়ে বলেন, "আমরা চাই ছাত্র যুবরা বাংলার সংস্কৃতিকে আঁকড়ে থাকুক। তারা খেলাধূলা আর ব‌ই নেবে। চাকরি করবে। তৃণমূলের সৌজন‍্যে মদের ভাটিতে যাবেনা। বিজেপির সাম্প্রদায়িকতায় গা ভাসাবেনা।"

আরও পড়ুন- কানে কোনও অভিযোগ এলে 'দিদিকে বলো'তে জানান রাজ্যপাল, পরামর্শ মন্ত্রী সাধনের

ব‌ই আর ফুটবল- বলা ভাল দুটোই বাংলার সেন্টিমেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। হারিয়ে যাওয়া মাসলাইনকে আবারও রিকানেক্ট করতে তাই নয়া ভাবনা বাম যুবসংগঠনের।

Tags:
.