লালদিঘির পাড় থেকে সরছে মহাকরণ

রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। লালদিঘির পাড় থেকে সরছে প্রশাসনিক সদর দফতর। তবে কয়েকমাসের জন্য। পয়লা অক্টোবর থেকে মহাকরণকে অস্থায়ীভাবে সরানো হচ্ছে হাওড়ার এইচআরবিসি ভবনে।

Updated By: Aug 7, 2013, 10:35 PM IST

রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। লালদিঘির পাড় থেকে সরছে প্রশাসনিক সদর দফতর। তবে কয়েকমাসের জন্য। পয়লা অক্টোবর থেকে মহাকরণকে অস্থায়ীভাবে সরানো হচ্ছে হাওড়ার এইচআরবিসি ভবনে।
আজ মহাকরণে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণের আমূল সংস্কারের জন্যই সরকারের এই সিদ্ধান্ত। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে ডুমুরজলায় সব সরকারি দফতর এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।

.