মহাকরণের সাময়িক নতুন ঠিকানা এখন হাওড়া

মহাকরণের সাময়িক নতুন ঠিকানা হতে চলেছে হাওড়ার এইচআরবিসি ভবন। বিবাদীবাগ থেকে মহাকরণ সরছে হাওড়ার শিবপুরে। হাওড়ার ডুমুরজেলাতেও প্রশাসনিক ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই নতুন মহাকরণ সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয়ে গেছে প্রশাসনিক মহলে।

Updated By: Aug 8, 2013, 04:52 PM IST

মহাকরণের সাময়িক নতুন ঠিকানা হতে চলেছে হাওড়ার এইচআরবিসি ভবন। বিবাদীবাগ থেকে মহাকরণ সরছে হাওড়ার শিবপুরে। হাওড়ার ডুমুরজেলাতেও প্রশাসনিক ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই নতুন মহাকরণ সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয়ে গেছে প্রশাসনিক মহলে।
মহাকরণের ঠিকানা বদল। ২৫০ বছরের পুরনো মহাকরণের নতুন ঠিকানা হতে চলেছে হাওড়ার এইচআরবিসি ভবন।
শিবপুর মন্দিরতলার এইচআরবিসির এই চোদ্দতলা ভবনেই মহাকরণ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া উপনির্বাচন শেষে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ফেরার সময়ই গঙ্গাপাড়ের এইচআরবিসি ভবন পছন্দ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পয়লা অক্টোবর থেকে মহাকরণের নতুন ঠিকানা হাওড়ার এইচআরবিসি ভবন। হাতে মাত্র আর দুমাস।  বুধবার মুখ্যমন্ত্রী নিজেই দেখেছেন তার নতুন কর্মস্থল। বৃহস্পতিবারও সরকারি আধিকারিকরা ঘুরে দেখলেন এই ভবন। ভবিষ্যতে হাওড়ার ডুমুরজলায় বেশকয়েকটি সরকারি দফতর নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
 
মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া  হাওড়াবাসীর। আইচআরবিসি ভবন লাগোয়া বাজার ও দোকান মালিকরাও কিছুটা চিন্তিত মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্তে। সিঁদুরে মেঘের মতোই তাদের মনে উঁকি দিচ্ছে উচ্ছেদের আশঙ্কা।

.