দালালদের কাছে ধান বিক্রি না করে আমাদের কাছে আসুন, কৃষকদের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর
ধানের ক্ষেত্রে দালাল রাজ আটকাতে এবার তাই কৃষকদের সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন : কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। এক শ্রেণির দালালদের দাপটে কৃষককে ঠকতে হচ্ছে। সাধারণ মানুষকেও বেশি দামে জিনিস কিনতে হচ্ছে। টাস্কফোর্স তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। তাতেও অনেক সময় কাজ হচ্ছে না। আর তাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- 'আমাদের ভোট দিয়েছেন, যা চাইবেন, করে দেব', খড়গপুরবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
ধানের ক্ষেত্রে দালাল রাজ আটকাতে এবার তাই কৃষকদের সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করার অনুরোধ মুখ্যমন্ত্রীর। খড়্গপুরের জনসভা থেকে কৃষকদের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, "কোনও দালালের মাধ্যমে ধান বিক্রি করবেন না। সরকার ১৮৩৫ টাকা কুইন্টাল দরে ধান কিনবে। এছাড়াও অতিরিক্ত ২০ টাকা করে দেবে। সরকারের কাছে ধান বিক্রি করুন।"
আরও পড়ুন- সই সংঘাত! রাজ্য-রাজ্যপাল জেদাজেদিতে কি চলতে থাকবে বিধানসভার অধিবেশন?
প্রতিবছরই এক শ্রেণির দালাল কৃষকদের ঠকিয়ে তাদের থেকে কম দামে ধান কিনে নিয়ে বাজারে বেশি দামে বিক্রি করে। এতে কৃষকদেরই বেশি ক্ষতি হয় । মানুষকেও বেশি দামে চাল কিনতে হয়। দালাল রাজ আটকাতে শেষ মেষ সরাসরি কৃষকদের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।