শীত আর দূরে নয়

অপেক্ষার শেষ। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে শীত। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার আমেজ পেয়েছে মানুষ। হার কাঁপুনি ঠাণ্ডা নয় তবে ইতিমধ্যেই কনকনে হওয়া বইতে শুরু করেছে কলকাতার আকাশে বাতাসে। গ্রামের দিকেও বইছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া অনুকূল থাকায় রবিবার রাত থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Nov 12, 2015, 05:35 PM IST
শীত আর দূরে নয়

ওয়েব ডেস্ক:অপেক্ষার শেষ। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে শীত। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার আমেজ পেয়েছে মানুষ। হার কাঁপুনি ঠাণ্ডা নয় তবে ইতিমধ্যেই কনকনে হওয়া বইতে শুরু করেছে কলকাতার আকাশে বাতাসে। গ্রামের দিকেও বইছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া অনুকূল থাকায় রবিবার রাত থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ফলে সোমবার এক ধাক্কায় অনেকটা কমে যাবে  সর্বোচ্চ তাপমাত্রাও। ইতিমধ্যেই পশ্চিমীঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তর ভারত থেকে ঠাণ্ডা হাওয়া রাজ্যে ঢোকায় আর কোনও বাধা নেই। আগামী সপ্তাহের শুরুতেই হাওয়ায় অনুভূত হবে শীতের হিমেল পরশ। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

.