রাজ্য থেকে উধাও শীত

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে কমছে শীতের প্রকোপ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।

Updated By: Dec 29, 2011, 11:36 AM IST

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে কমছে শীতের প্রকোপ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে যাওয়ার ফলেই তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় থানে। আগামীকাল সকালে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

.