হাসপাতালে ফায়ার সেফটি অফিসার বাধ্যতামূলক করল রাজ্য সরকার

রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন করে ফায়ার সেফটি অফিসার রাখতেই হবে। এই নির্দেশই দিতে চলেছে রাজ্য সরকার। এ কথা জানিয়েঝেন দমকলমন্ত্রী জাভেদ খান। এরপাশাপাশি প্রতিটি  হাসপাতালে এমারজেন্সি লাইট রাখার কথাও বলা হয়েছে। দমকলমন্ত্রী জানান এখনও পর্যন্ত্য রাজ্যের পঁয়তাল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছে সরকার নিযুক্ত কমিটি। সবকটি হাসপাতালেই কিছু ত্রুটি দেখা গেছে। একমাসের মধ্যেই হাসপাতালগুলিকে সেইসমস্ত ত্রুটি ঠিক করে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।

English Title: 
Fire safety officer coumpulsory in hospitals
Home Title: 

হাসপাতালে ফায়ার সেফটি অফিসার বাধ্যতামূলক করল রাজ্য সরকার

No
2257
Is Blog?: 
No