শেষ বেলায় শীতের ছক্কা
রবিবার ফের নামল তাপমাত্রার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে গতকাল থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
রবিবার ফের নামল তাপমাত্রার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে গতকাল থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। পাল্লা দিয়ে নামছে উত্তরবঙ্গের তাপমাত্রা। রবিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রিতে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পাল্লা দিয়ে নামছে উত্তরবঙ্গের তাপমাত্রাও। পাহাড় ও সমতলে বাড়ছে শীতের প্রকোপ। রবিবার দার্জিলিংয়ের তাপমাত্রা পৌঁছে যায় শূন্যের ঘরে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
শনিবারই খামখেয়ালী শীত আরও দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, লা নিনার প্রভাবে শুধু উত্তর ভারতেই না, কনকনে ঠাণ্ডা পড়বে দক্ষিণ ভারতেও।