বিধানসভায় রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার দাবি তুললেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক

বিহারে আগেই নিষিদ্ধ হয়েছে। এবার এরাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার দাবি তুললেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলি রামজ। আজ বিধানসভায় এদাবি তোলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক। রামজের দাবিকে সমর্থন করেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। বিহারে নিষিদ্ধ মদ। পরিসংখ্যান বলছে,নীতীশ সরকারের কড়াকড়ির পর বিহারের আইনশৃঙ্খলার হাল অনেকটাই শুধরেছে।  বিহার মডেল এবার এরাজ্য চালু করার দাবি তুলল ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি তোলেন বিধায়ক ইমরান আলি রামজ। তাঁর যুক্তি..

Updated By: Jun 28, 2016, 04:24 PM IST
বিধানসভায় রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার দাবি তুললেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক

ওয়েব ডেস্ক: বিহারে আগেই নিষিদ্ধ হয়েছে। এবার এরাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার দাবি তুললেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলি রামজ। আজ বিধানসভায় এদাবি তোলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক। রামজের দাবিকে সমর্থন করেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। বিহারে নিষিদ্ধ মদ। পরিসংখ্যান বলছে,নীতীশ সরকারের কড়াকড়ির পর বিহারের আইনশৃঙ্খলার হাল অনেকটাই শুধরেছে।  বিহার মডেল এবার এরাজ্য চালু করার দাবি তুলল ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি তোলেন বিধায়ক ইমরান আলি রামজ। তাঁর যুক্তি..

আরও পড়ুন কলকাতা পুলিসের কাছে সমন প্রত্যাহারের আর্জি জানালেন নারদকর্তা

আইন রক্ষার জন্য বিহারের মদ নিষিদ্ধ হয়েছে। সেটা করা হচ্ছে না। আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী মদ খান না। তাহলে কেন মুখ্যমন্ত্রী মদ নিষিদ্ধ করছেন না? রামজের বক্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল বিধায়করা।  মদ বন্ধের দাবিতে ফরওয়ার্ড ব্লকের পাশে দাঁড়ায় কংগ্রেস।  মানস ভুঁইয়ার যুক্তি, এবারের বাজেটে আবগারি খাত থেকে ৭১৭ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন অর্থমন্ত্রী। তাঁর অভিযোগ, ঘুরিয়ে  মদ বিক্রিতে মদত দিচ্ছে সরকার। এই ইস্যুতে ছোট শরিক ফরওয়ার্ড ব্লকের পাশে দাঁড়ায় সিপিএমও। রামজের বক্তব্য সমর্থন করেন সুজন চক্রবর্তীও।

আরও পড়ুন কলকাতায় মরণোত্তর অঙ্গদান করলেন শোভনা সরকার

.