নেত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুরভরাট চলছেই
কলকাতার জলাভূমি বাঁচাতে পুরসভাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে নারকেলডাঙায় চলছে পুকুর বোজানোর কাজ। এলাকার কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ বার বার জানানো সত্বেও বিষয়টি নিয়ে কোনও উদ্যোগই নেই পুরসভার।
কলকাতার জলাভূমি বাঁচাতে পুরসভাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে নারকেলডাঙায় চলছে পুকুর বোজানোর কাজ। এলাকার কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ বার বার জানানো সত্বেও বিষয়টি নিয়ে কোনও উদ্যোগই নেই পুরসভার।
একঝলক দেখলে মনে হতে পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার স্তূপ। নারকেলডাঙার ২৯ নম্বর ওয়ার্ডের এলাকজুড়ে থাকা এই মল্লিকপুকুরের আজ এটুকুই অবশিষ্ট। বাসিন্দাদের অভিযোগ ধীরে ধীরে বুঝিয়ে ফেলা হচ্ছে এই জলাভূমি। গোটাটাই হচ্ছে রাতের অন্ধকারে।
দীর্ঘদিন রোজকার কাজের জন্য এই পুকুরের উপর নির্ভর করতেন এলাকার মানুষ। এখন পুকুর বুজিয়ে ফেলায় চূড়ান্ত অসুবিধায় তাঁরা।
মহানগরে বেঁচে থাকা জলাভূমি বাঁচাতে ইতিমধ্যেই পুরসভাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাসও মিলেছে মহানাগরিকের কাছ থেকে। অথচ পুকুর বোজানোর কথা বার বার পুরসভাকে জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ এলাকার কংগ্রেস কাউন্সিলরের।
পুকুর বাঁচাতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। পুরসভা উদ্যোগ না-নিলেও এখনও মুখ্যমন্ত্রীর নির্দেশই তাদের ভরসা।