করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর Influenza, শহরে বাড়ছে সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য দফতর

জেলাগুলোকে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস (ILI) পরীক্ষা শুরুর নির্দেশ।

Updated By: Jul 7, 2021, 10:25 AM IST
করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর Influenza, শহরে বাড়ছে সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিবেদন: একা কোভিডে রক্ষে নেই, সঙ্গে দোসর ইনফ্লুয়েঞ্জা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, একদিকে যখন রাজ্যে নিম্নগামী করোনা গ্রাফ, তখন গত কয়েকদিনে শহর কলকাতায় বাড়ছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। একাধিক বড় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।  

করোনার তৃতীয় ঢেউয়ের যে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, তার মধ্যে যাতে ইনফ্লুয়েঞ্জা নয়া মাথাব্যথার কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য জেলাগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সমস্ত জেলাকে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস (ILI) পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এমনকি এইচওয়ানএনওয়ান (H1N1) পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোথাও, কোনও ধরনের ক্লাস্টার সংক্রমণের খোঁজ মিললে, অতিদ্রুত তা স্বাস্থ্যভবনকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাতে স্ট্র্যান্ড রোডে রাবারের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন

আরও পড়ুন: দিলীপ, লকেট, শান্তনু ও নিশীথ- মন্ত্রিসভার সম্প্রসারণে কার কাছে দিল্লির ফোন? 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে অ্যাপোল হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন রোগী। তাঁরা প্রত্যেকেই এইচথ্রিএন২(H3N2)  ইনফ্লুয়েঞ্জা নিয়ে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর। অতিমারী সামলে ধীরে ধীরে ঘুরে দাড়াচ্ছে বাংলা। মঙ্গলবারও রাজ্যে দৈনিক সংক্রমণ ১০০০-এর নিচে। পজিটিভিটি রেট ২.০৮ শতাংশ। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৯৬২ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। তবে উত্তর ২৪ পরগনা একদিনে ৯২ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৫৫। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সুস্থ হয়েছেন ১,৬২০ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ২৭৯ জনের। গত ৬ জুলাই প্রায় ৩ লক্ষ রাজ্যবাসী করোনার টিকা নিয়েছেন। 

.