West Bengal Election 2021: ২ মে সোনার বাংলার দিকে পা, শপথগ্রহণে প্রণাম করব, একুশের শেষ সভায় আত্মবিশ্বাসী Modi

ভাষণের একবারে শেষে আত্মবিশ্বাসের সঙ্গে মোদী (Narendra Modi) জানিয়ে দিলেন, বাংলার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। 

Updated By: Apr 23, 2021, 06:21 PM IST
West Bengal Election 2021: ২ মে সোনার বাংলার দিকে পা, শপথগ্রহণে প্রণাম করব, একুশের শেষ সভায় আত্মবিশ্বাসী Modi

নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটের আগে শেষ প্রচার। সে কথা মনে করিয়ে ভার্চুয়াল সভায় আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী (Narendra Modi) বললেন,'বাংলায় নতুন সরকার গড়বে বিজেপি। শপথগ্রহণ অনুষ্ঠানে এসে আপনাদের সামনে মাথানত করে প্রণাম করব।'        

মালদহ, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায় সভা করার কথা ছিল নরেন্দ্র মোদী (Narendra Modi)। করোনা পর্যালোচনা বৈঠকের কারণে এই সভাগুলিতে সশরীরে হাজির হতে পারেননি। সেজন্যে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন মোদী (PM Modi)। বলেন,'মালদহ, মুর্শিদাবাদ, সিউড়ি ও দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীদের ক্ষমা চাইছি। আমার সভার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু আজ আসা সম্ভব হল না।'

তার পর  সোনার বাংলা গড়ে তুলতে তাঁর সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায়,''এটা শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়। আশার আলো দেখছেন বাংলার মানুষ। ভেদাভেদমুক্ত ও সদ্ভাবের জন্য ভোট দিচ্ছেন। উন্নত জীবন ও শিক্ষার আশা করছে বাংলা। স্বচ্ছ প্রশাসন চাইছে রাজ্য। কাজের সুযোগ চাইছেন বাংলার মানুষ। জীবনযাত্রার মনোন্নয়ন চাইছেন। ব্যবসা বান্ধব পরিবেশ চাইছেন। নতুন শক্তিতে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাকে। অতীত গৌরব ফেরাতে চাইছেন সকলে। যে বাংলায় মানুষ স্বপ্নপূরণের জন্য আসতেন, সেই বাংলা আরও একবার চাইছেন তাঁরা। কথা দিচ্ছি, বিজেপির ডবল ইঞ্জিন সরকার চেষ্টার কসুর করবে না। বাংলার যুবকদের চাকরি, মা-বোনেদের সুরক্ষা, দুর্নীতিমুক্ত শাসন ও গুন্ডামিমুক্ত বাংলা দেবে বিজেপি। সমৃদ্ধি হবে চাষিদের।'' 

ভাষণের একবারে শেষে আত্মবিশ্বাসের সঙ্গে মোদী জানিয়ে দিলেন, বাংলার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,''বাংলা জিতবে। বিজেপি জিতবে। তৈরি হবে সোনার বাংলা। ইউনিভার্সিটি অব ক্যালকাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,শুভ কর্মপথে ধর' নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান। নির্ভীক হয়ে এগিয়ে চলুন। সমস্ত শঙ্কার অবসান হোক। আপনার ও পরিবারের সুস্বাস্থ্যের কামনা করছি। ২ মে সোনার বাংলার দিকে পা বাড়াব। সরকারে আসবে বিজেপি। শপথগ্রহণ অনুষ্ঠানে এসে মাথা নীচু করে আপনাদের প্রণাম করব। হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি।''

আরও পড়ুন- রাজ্যে এই প্রথম সপ্তম বার প্লাজমা দান করে দৃষ্টান্ত তুলে ধরলেন Fuad Halim
 

.