West Bengal Election 2021: 'একদম যাবি না', গরু পাচারকাণ্ডে CBI-র তলবে Anubrata-কে নির্দেশ Mamata-র

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই (CBI)। 

Updated By: Apr 26, 2021, 04:30 PM IST
West Bengal Election 2021: 'একদম যাবি না', গরু পাচারকাণ্ডে CBI-র তলবে Anubrata-কে নির্দেশ Mamata-র

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই দিয়ে বিব্রত করা হচ্ছে বলে সোমবার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ইলেকশনের আগে অনুব্রতর বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। ২৭ তারিখ যেতে বলেছে। 'কেষ্ট'কে তৃণমূল নেত্রী উপদেশ দিয়েছেন,''আমি বলে দিয়েছি, একদম যাবি না।''      

মিনার্ভা থিয়েটারের সভায় মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,''এত ভীতু এরা জানেন! কাল কেষ্টর বাড়িতে গিয়েছে দুটো সিবিআইয়ের লোক। গিয়ে বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুন। ২৯ তারিখে ওদের ইলেকশন। কেন যাবে ২৭ তারিখ সিবিআই অফিসে! ইলেকশন চলছে, গণতন্ত্রের প্রসেস চলছে। ইচ্ছেমতো ডাকছে। সে ইলেকশনের কাজ করবে না! সে একটা পার্টির প্রেসিডেন্ট। তার বাড়িতে চলে যাচ্ছে। বুঝুন ঠেলা। কোভিড নিয়ে চলে যাচ্ছে। যে কেউ ঢুকে যাচ্ছে। এখন কেউ ঢোকবার আগে টেস্ট করা উচিত।''

সিবিআই ডাকলেও সাড়া দিতে 'না' দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''আমি বলে দিয়েছি, একদম যাবি না। ইলেকশন প্রসেস ওভার হবে তারপর যাবি। আমি একটা পার্টির পলিটিক্যাল কর্মী। বাধা দেবেন না।''

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই (CBI)। বীরভূমের জেলা সভাপতিকে মঙ্গলবার হাজিরার নোটিস দেওয়া হয়েছে।.

আরও পড়ুন- West Bengal Election 2021: মানুষ মারতে ৮ দফায় ভোট, Modi ও ইলেকশন কমিশন দায়ী, মাদ্রাজ-পর্যবেক্ষণে Mamata

 

.