West Bengal Election 2021: বৈঠকে অনুপস্থিত থেকে PM Modi-কে চিঠি দিয়ে হাওয়া গরম করছেন Mamata: BJP

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, বাইরে থেকে লোক আনছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভামঞ্চ বাঁধতেও ভিনরাজ্যের লোকেরা আসছে বাংলায়।

Updated By: Apr 19, 2021, 05:30 PM IST
West Bengal Election 2021: বৈঠকে অনুপস্থিত থেকে PM Modi-কে চিঠি দিয়ে হাওয়া গরম করছেন Mamata: BJP

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর (PM Modi) সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর চিঠির উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলল গেরুয়া শিবির। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের (Jayprakash Majumder) বক্তব্য, দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতির পর্যালোচনায় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানে যোগ না দিয়ে চিঠি দিচ্ছেন।     

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, বাইরে থেকে লোক আনছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভামঞ্চ বাঁধতেও ভিনরাজ্যের লোকেরা আসছে বাংলায়। এতে করোনা আরও ছড়াচ্ছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণের অনুরোধ করেছেন মমতা। প্রশান্ত কিশোরের টিমের সদস্যরাও বাইরের লোক বলে দাবি করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। বলেন,'পিকের সংস্থা আইপ্যাকের কর্মীরাও তো করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা গ্রামে গ্রামে ঘুরেছেন। কিন্তু করোনা নির্বাচনী ইস্যু নয়। সকলে মিলে একসঙ্গে লড়াই করতে হবে। বাসে বাদুরঝোলা হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। সমস্ত বিকল্প ভেবে দেখতে হবে।'

আরও পড়ুন- Covid 19: রাজ্যে ২০০০ শয্যার Safe Home তৈরি হবে, জানালেন Bobby Hakim

জয়প্রকাশ (Jayprakash Majumder) আরও বলেন,'মাননীয়ার কাছে কোনও ব্লু প্রিন্ট নেই। নির্বাচন কমিশন ২৪ ঘণ্টা প্রচার নিষিদ্ধ করার পর গান্ধী মূর্তির পাদদেশে ছবি এঁকেছিলেন। তার পরিবর্তে  আমাদের সঙ্গে বসে ব্লুপ্রিন্ট তৈরি করতে পারতেন। বারবার চিঠির কথা উল্লেখ করছেন। আমার একটাই প্রশ্ন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে কেন প্রশ্ন তুললেন না? নরেন্দ্র মোদী তো ডেকেছিলেন। অথচ মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকলেন। হতেই পারে পর্যাপ্ত টিকা নেই। কিন্তু ওটাই তো বলার উপযুক্ত মঞ্চ ছিল। অথচ নির্বাচনী সভায় হাওয়া গরম করছেন উনি। ১৯৪৭ সালের পর উদ্বাস্তু সমস্যা নিয়ে জওহরলাল নেহরু ও বিধান রায়ে মধ্যে লম্বা চিঠিপত্তর লেখালিখি হত।' 

এ দিনও মমতা বলেছেন, 'নির্বাচন কমিশন এক দফায় শেষ তিনটি নির্বাচন সেরে ফেলত পারত।' এই বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বলে মনে করেন জয়প্রকাশ (Jayprakash Majumder)। বলেন,'নির্বাচনী আধিকারিকরা সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন।' কোভিড বিধি মেনেই বিজেপি সভা করবে জানিয়েছেন তিনি। .

আরও পড়ুন- পাণ্ডবেশ্বরে পদ্মছাপে এত জোরে বোতাম টিপবেন, দিদির কারেন্ট লাগবে কলকাতায়: অমিত শাহ

 

.