West Bengal Election 2021: গুরুত্ব দিয়ে দেখা উচিত নির্বাচন কমিশনের, Zee ২৪ ঘণ্টার উপরে হামলার নিন্দায় Shah

গতকাল রাতে চেতলায় খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন Zee ২৪ ঘণ্টার সাংবাদিক ও চিত্র সাংবাদিক।

Updated By: Apr 9, 2021, 02:08 PM IST
West Bengal Election 2021: গুরুত্ব দিয়ে দেখা উচিত নির্বাচন কমিশনের, Zee ২৪ ঘণ্টার উপরে হামলার নিন্দায় Shah

নিজস্ব প্রতিবেদন: চেতলায় Zee ২৪ ঘণ্টার সাংবাদিক ও চিত্র সাংবাদিকের উপরে মারধরের ঘটনায় নিন্দা করলেন অমিত শাহ (Amit Shah)। সাংবাদিক  বৈঠকে তাঁর প্রতিক্রিয়া, রাজনৈতিক দল বা মিডিয়া, কারও উপরে হামলা হওয়া উচিত নয়। বিষয়টি গুরুত্ব দেখা উচিত নির্বাচন কমিশনের। 

গতকাল রাতে চেতলায় খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন Zee ২৪ ঘণ্টার সাংবাদিক ও চিত্র সাংবাদিক। ভেঙে দেওয়া হয় ক্যামেরা। এনিয়ে সাংবাদিক বৈঠকে অমিত শাহ (Amit Shah) বলেন,'সংবাদমাধ্যমের উপরে হামলার ঘটনা গুরুত্ব দিয়ে দেখা উচিত নির্বাচন কমিশনের। এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা উচিত। থানার ভিতরে মারা হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরও।'

অমিত শাহ আরও বলেন,'আমাদের কর্মীদের উপরে লাগাতার হামলা হচ্ছে। কাল ভবানীপুর পুলিস থানায় ছিলেন কর্মীরা। তখনও হামলা হয়েছে। হামলার নিন্দা করেননি তৃণমূলের কোনও নেতা। মৌনতাই সম্মতির লক্ষণ। রাজনৈতিক কর্মীদের উপরে হামলা হলে সকলে মিলে নিন্দা করাই দস্তুর। তা করেনি তৃণমূল। এতেই স্পষ্ট, হারের হতাশায় ভুগছে ওরা।' 

ফেসবুক পোস্টে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, 'মুখ্যমন্ত্রীর হাত থেকে বেরিয়ে যাচ্ছে ভবানীপুর। প্রার্থীরা আসবেন, ভোট চাইবেন। এটাই তো গণতন্ত্র। নন্দীগ্রামে মমতার পরাজয় নিশ্চিত। আমরা যখন এখানে যখনই প্রচার করতে আসছি তখন আমাদের আঘাত করা হচ্ছে। যত আঘাত আসছে ততই এলাকার মানুষ চোয়াল শক্ত করছেন।' ঘটনার নিন্দা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, হার জেনেই আগ্রাসী হয়ে উঠেছে শাসক দল। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম।   

আরও পড়ন- Amit Shah Live: কলকাতাকে ইউনেস্কোর হেরিটেজ সিটি করব: শাহ

.