মেঘাচ্ছন্ন আকাশ তাপমাত্রা কমালেও কমবে না অস্বস্তি

নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে প্রচুর মেঘ। আর সেকারণেই কিছুটা নামল দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, এই মেঘে বৃষ্টির আশা নেই। যার অর্থ, ভ্যাপসা গরম থেকে এখনই নিষ্কৃতি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Updated By: Jun 12, 2012, 05:06 PM IST

নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে প্রচুর মেঘ। আর সেকারণেই কিছুটা নামল দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, এই মেঘে বৃষ্টির আশা নেই। যার অর্থ, ভ্যাপসা গরম থেকে এখনই নিষ্কৃতি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে প্রচুর মেঘ। তাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মঙ্গলবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। তবে এই মেঘের বৃষ্টিপাতের ক্ষমতা না-থাকায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পশ্চিমাঞ্চল-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা অনেকটা কমেছে।
আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলেই বৃষ্টি হতে পারে এই তিন জেলায়। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে।   

.