দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত কতটা? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

মাঝে দুদিন যতই বৃষ্টি হোক, গরমের হাত থেকে এখনই মুক্তি নেই। ঘেমে নেয়ে একশেষ হওয়ার দিন ফুরিয়েছে ভাবছেন? তাও ভুল। বরং বাড়বে আর্দ্রতা। ফলে অস্বস্তি আরও বাড়তে চলেছে। তাপমাত্রার তেমন হেরফের না হলেও, অস্বস্তিকর গরম থেকে তাই এখনই মুক্তি নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Jun 3, 2017, 09:03 AM IST
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত কতটা? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

ওয়েব ডেস্ক: মাঝে দুদিন যতই বৃষ্টি হোক, গরমের হাত থেকে এখনই মুক্তি নেই। ঘেমে নেয়ে একশেষ হওয়ার দিন ফুরিয়েছে ভাবছেন? তাও ভুল। বরং বাড়বে আর্দ্রতা। ফলে অস্বস্তি আরও বাড়তে চলেছে। তাপমাত্রার তেমন হেরফের না হলেও, অস্বস্তিকর গরম থেকে তাই এখনই মুক্তি নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর শিক্ষিকাকে, যুবক গ্রেফতার

ভরসা একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটি বিহার থেকে উত্তর ছত্তিসগড় পর্যন্ত বিস্তৃত। তবে এখনও তা পুরোপুরি তৈরি  হয়নি। ফলে আশার আলো দেখাতে পারছে না আবহাওয়া দফতর। আজ আকাশ মূলত মেঘলা থাকবে। 

আরও পড়ুন  CID হেফাজতে ভুয়ো চিকিত্‌সক, তারপরেও কলকাতা মেডিক্যাল কলেজের সভায় বক্তা হিসেবে নাম রয়েছে নরেন পাণ্ডের

.