সেল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, সাসপেন্ড ৪
আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কুখ্যাত দুষ্কৃতী গুড্ডার সেল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজন ওয়ার্ডেন ও একজন অফিসারকে সাসপেন্ড করল কারা দফতর। মূল ফটকের তল্লাসির দায়িত্বে ছিলেন ওই চারজন।
আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কুখ্যাত দুষ্কৃতী গুড্ডার সেল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজন ওয়ার্ডেন ও একজন অফিসারকে সাসপেন্ড করল কারা দফতর। মূল ফটকের তল্লাসির দায়িত্বে ছিলেন ওই চারজন। গতকাল রাতে কুখ্যাত দুষ্কৃতী গুড্ডার সেল থেকে একটি নাইন পিস্তল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিরাপত্তার কারণে গুড্ডাকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে।
রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে মোবাইল ফোন ও ধারালো অস্ত্র পাওয়া কোনও নতুন ঘটনা নয়। কিন্তু সোমবার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আগ্নেয়াস্ত্র পাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে গুড্ডার পাশের সেলেই থাকত রোমা ঝাওয়ার অপহরণকাণ্ডে অভিযুক্ত গুঞ্জন। বিভিন্ন হাইপ্রোফাইল কুখ্যাত দুষ্কৃতীদেরও এই সংশোধনাগারেই রাখা হয়।