WB Panchayat Election 2023: সাতটি খুন এগুলি স্টেটের বিরুদ্ধে ক্রাইম, পুলিস ব্যবস্থা নেবে: নির্বাচন কমিশন

সকালে ভোট শুরু পরে প্রায় তিন ঘণ্টা নির্বাচন কমিশনের অফিসে দেখা যায়নি নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে। বেলা দশটা নাগাদ কমিশনের দফতরে আসেন তিনি। এরপরে কোন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয়েছে, তার হিসাব চায় রাজ্য নির্বাচন কমিশন।

Updated By: Jul 8, 2023, 03:16 PM IST
WB Panchayat Election 2023: সাতটি খুন এগুলি স্টেটের বিরুদ্ধে ক্রাইম, পুলিস ব্যবস্থা নেবে: নির্বাচন কমিশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহা জানিয়েছেন, ’সাতটি খুন এগুলি স্টেটের বিরুদ্ধে ক্রাইম। পুলিস ব্যবস্থা নেবে। ১২০০-১৩০০ বুথে গণ্ডোগোল এর মধ্যে ৬০০ সমাধান হয়েছে। যা অভিযোগ এসেছে সব জেলাশাসকদের পাঠানো হয়েছে। শান্তি বা অশান্তি বলা উচিৎ হবে না। কারণ প্রচুর অশান্তির খবর আসছে কমিশনের কাছে। সব কিছু শান্তিপূর্ণ হয়েছে যেমন বলা সম্ভব নয় তেমন অশান্তি হয়েছে এটাও বলা সম্ভব নয়। ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী আছে। সব স্পর্শকাতর বুথেও বাহিনী মোতায়েন আছে। ফোর্স আসার সঙ্গে সঙ্গেই মোতায়েন হয়েছে’।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: ভোট সন্ত্রাস, ৭ ঘণ্টায় নিহত ১৪, ১ হাজারের উপর অভিযোগ কমিশনে

সকালে ভোট শুরু পরে প্রায় তিন ঘণ্টা নির্বাচন কমিশনের অফিসে দেখা যায়নি নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে। বেলা দশটা নাগাদ কমিশনের দফতরে আসেন তিনি। এরপরে কোন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয়েছে, তার হিসাব চায় রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্যে পঞ্চায়েতের ভোটগ্রহণ পর্ব শুরু। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে।

আরও পড়ুন: Kuntal Ghosh: সায়নীকে টাকা দেওয়া প্রসঙ্গেই কুন্তলের মুখে এক বলিউড অভিনেত্রী ও টলিউড অভিনেতার নাম!

তবে ভোট শুরু হতেই জেলায় জেলায় অশান্তি শুরু হয়। অন্যদিকে, ভোটের আগের রাতেই খুন হয় দিনহাটায়। বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মৃত্যু হয় শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে।

অন্যদিকে ভোট শেষ হওয়ার আগেই দুপুরের মধ্যে মৃত্যু হয় ১৪ জনের। রক্তাক্ত বাংলার পঞ্চায়েত ভোটে মনোনয় পর্ব দাখিলের প্রথম দিন-ই রক্ত ঝরেছিল। ভোট পূর্ববর্তী হিংসাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। এদিন ভোট শুরু হতেই ফের হিংসা জায়গায় জায়গায়। এককথায় পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.