WB Election 2021: BJP-র পক্ষপাতিত্বের অভিযোগ খণ্ডন করে রিপোর্ট পাঠাল পুলিস
বিজেপির (BJP) অভিযোগ খণ্ডন করে রিপোর্ট পাঠাল জেলা পুলিস।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছিল বিজেপি। তারা দাবি করেছিল, নন্দীগ্রামে মমতার ভোটপ্রচারে সাদা পোশাকে অংশ নিয়েছে পুলিস। এর পাশাপাশি পুলিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তারা (BJP)। সেই সব অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল কমিশন। এনিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট জমা পড়েছে নবান্নে। সূত্রের খবর, বিজেপির অভিযোগ ধরে ধরে খণ্ডন করেছে জেলা পুলিস।
গতকাল পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে কমিশনে চিঠি দিয়েছিল বিজেপি (BJP)। সেই চিঠির পর রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট চায় নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, জেলা পুলিস নবান্নে রিপোর্টে দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পান। সেই অনুযায়ী তার নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়। নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করেন মুখ্যমন্ত্রী। পুলিসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা একেবারে ভিত্তিহীন ও মিথ্যা।
বিজেপি অভিযোগ করেছিল, ক্লাবে গিয়ে বৈঠক করছেন পুলিস কর্মীরা। টাকাও বিলি করছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। সেই অভিযোগ খণ্ডন করে পুলিসের বক্তব্য, ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটে থাকলে কোনও অভিযোগ কেন দায়ের করা হল না? স্থানীয় ক্লাবে টাকা দেওয়ার ঘটনাও ভিত্তিহীন। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও অবাধ রাখতে সচেষ্ট পুলিস।
আরও পড়ুন- WB Election 2021: এখনই 'ফিল্ডে' নয়, বাতিল Mamata-র একাধিক কর্মসূচি