দফাওয়াড়ি নয়, শুক্রবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে TMC
তৃণমূলের প্রার্থী তালিকা শুক্রবার।
নিজস্ব প্রতিবেদন: শুরুতে ঠিক ছিল, চলতি সপ্তাহে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল (TMC)। তবে দফাওয়াড়ি নয়, বরং তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাই প্রকাশিত হতে চলেছে আগামী শুক্রবার।
২০১৯ সালে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, এবার তা হয়নি। বরং কানাঘুষো শোনা গিয়েছিল, প্রথম দফার তালিকা প্রকাশ করবে তৃণমূল। এরপরই বিজেপি অভিযোগ করেছিল, গোষ্ঠীদ্বন্দ্বের ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী। প্রশ্ন উঠেছিল, কেউ তৃণমূলের তালিকায় ব্রাত্য হলে বিজেপিতে (BJP) চলে যেতে পারেন, এই আশঙ্কায় কি 'ধীরে চলো' নিতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল? সমস্ত জল্পনাকেই নস্যাৎ করে ৫ মার্চ, শুক্রবার ২৯৪টি আসনের জন্যেই প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলনেত্রী।
বাড়ির মহিলাদের অভিভাবক করে স্বাস্থ্যসাথী কার্ড, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পের লক্ষ্যই হল নারীর ক্ষমতায়ন। ভোটের আগে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ বলে প্রচারও শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সূত্রের খবর, রাজ্যে প্রায় ৫০% মহিলা ভোটার। তাঁদের মাথায় রেখে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়তে পারে তৃণমূলের তালিকায়।
বিধানসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে ২৯৪ কেন্দ্র চষে বেরিয়েছে তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। সেই রিপোর্টের ভিত্তিতে বাদ পড়তে পারেন গতবারের বিধায়করা। দলের মধ্যে বেশ কয়েকজন তলায় তলায় বিজেপির হয়ে কাজ করছিল বলে অভিযোগ উঠেছিল। সেনিয়েও চলেছে বিস্তর খোঁজখবর। তারপরই ঝাড়াই-বাছাই করে তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা।
আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে Suvendu, অস্বস্তি Abhishek-এর