WB Assembly Election 2021: ওয়ান টু ওয়ান খেলো নরেন্দ্র মোদী: Mamata, খেলা খতম: PM Modi

বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) আগে 'খেলা হবে' স্লোগান তুলেছে তৃণমূল (TMC)। 

Updated By: Mar 7, 2021, 07:26 PM IST
WB Assembly Election 2021: ওয়ান টু ওয়ান খেলো নরেন্দ্র মোদী: Mamata, খেলা খতম: PM Modi

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়িতে 'দিদি' বলছেন, 'খেলা হবে।' ব্রিগেডে মোদীর (Narendra Modi) জবাব, 'খেলা খতম।' মাঠ আলাদা হলেও রবিবার রাজনীতির 'খেলা' কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়লেন না। শিলিগুড়িতে মোদীর ভাষণের সময়েই মমতাও মঞ্চে উঠলেন। নিশানা করলেন পরস্পরকে।           

বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) আগে 'খেলা হবে' (Khela Hobe) স্লোগান তুলেছে তৃণমূল (TMC)। তা এখন শোনা যাচ্ছে মমতার গলাতেও। রবিবারও শিলিগুড়িতে তৃণমূল নেত্রী (Mamata Banerjee) বলেন, 'কবে বসবে? বলো। তারিখ, সময় তুমি ঠিক করো। জনগণ থাকবে। ওয়ান টু ওয়ান করো নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনগণ সামনে থাকবে। তুমি কত খেলতে পারো, আমি কত খেলতে পারি, দেখা যাবে খেলায়।  খেলা হবে, দেখা হবে, জেতা হবে।'

ব্রিগেডে সভায় মোদীর (Narendra Modi) জবাব, 'খেলা খতম।' 'খেলা' বলতে কী বোঝাতে চেয়েছেন নেত্রী, তার ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বলেন,'আপনাদের এই উদ্যম দেখে দিদি ও তাঁর সঙ্গীদের ঘুম উড়ে গিয়েছে। তাই তো ওরা বলছে, খেলা হবে। সত্যিই এরা তো অভিজ্ঞ খেলোয়াড়। খেলতে জানেন। খেলেছেনও। কোনও খেলাই ছাড়েননি। কত দুর্নীতি করে বাংলার গরিবদের লুঠেছেন! বাকিটা কী রেখেছেন! আমফান পীড়িতদের জন্য পাঠানো ত্রাণও লুঠেছেন। তোলাবাজি, সিন্ডিকেট করেছেন। এত দুর্নীতি করেছেন যে 'করাপশন অলিম্পিক' হয়ে যাবে! মানুষের জীবন নিয়ে খেলেছেন। চা বাগানগুলি তালাবন্দি করেছেন। নিয়োগ পরীক্ষায় তালিকা প্রকাশের আগে ঘরে ফাইল যায়। মঞ্জুরি দেওয়ার পর কাদের নিয়োগ করা হয়, তা সারা বাংলা জানে। এবার এই খেলা চলবে না। এই খেলা বন্ধ হওয়া চাই। খেলা খতম হওয়া চাই তো?'

এরপরই উপস্থিত জনতার উদ্দেশে মোদীর সংযোজন,'দিদি এই আওয়াজ শুনুন, শঙ্খনাদ শুনুন। টিএমসির খেলা শেষ। খেলা খতম। এবার উন্নয়ন শুরু।'

আরও পড়ুন- WB Assembly Election 2021: স্কুটি যখন নন্দীগ্রামে পড়তে চাইছে, আমরা কী করব: Modi

.