গতকাল রাত থেকে অশান্ত উত্তর কলকাতার শ্যামপুকুর।
ভোটের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল। গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠী সঙ্ঘর্ষের জেরে অশান্ত হয়ে ওঠে শ্যামপুকুর স্ট্রিট এলাকা।
ওয়েব ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল। গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠী সঙ্ঘর্ষের জেরে অশান্ত হয়ে ওঠে শ্যামপুকুর স্ট্রিট এলাকা।
দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি খোকন দাস বনাম এলাকার অপর নেতা প্রসূন ঘোষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রাতে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে এলাকা।
খোকন দাস অনুগামী হওয়ায় এক অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধরের অভিযোগ ওঠে প্রসূন গোষ্ঠীর বিরুদ্ধে। ভাঙচুর করা হয় খোকন দাসের বাড়ি, গাড়িতেও। সকালে খোকন দাস সহ দুপক্ষের চারজনকে গ্রেফতার করেছে পুলিস।
প্রসঙ্গত, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শশী পাঁজা। তিনি সদ্য শপথ নেওয়া রাজ্যের একজন প্রতিমন্ত্রীও বটে।