মরণফাঁদ! এক নয়, একাধিক ফাটলে ছেয়ে গিয়েছে উল্টোডাঙা উড়ালপুল

উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল। 

Updated By: Jul 10, 2019, 05:53 PM IST
মরণফাঁদ! এক নয়, একাধিক ফাটলে ছেয়ে গিয়েছে উল্টোডাঙা উড়ালপুল

নিজস্ব প্রতিবেদন: গতরাতে একটি ফাটল ধরা পড়ায় ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে উল্টোডাঙা উড়ালপুল। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। যানজট না থাকলেও গাড়ির চাপ তুলনামূলক বেশি রয়েছে হাডকো মোড়ে। এখানেই শেষ নয়। উড়ালপুলে একাধিক ফাটল দেখা গিয়েছে।

গতরাতে ধরা পড়েছিল একটি ফাটল। এরপর উড়ালপুলের উপর দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। বুধবার সকালে একাধিক জায়গায় দেখা গিয়েছে ফাটল। জানা গিয়েছে, এর আগেও সেতুর পরীক্ষা করা হয়েছিল। ক্রমশ বাড়ছে এই ফাটল। তবে তারপর আর মেরামতি হয়নি। তাতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 

আরও পড়ুন: উল্টোডাঙা উড়ালপুলে ফাটল! দেখে নিন কোন পথে হবে যান চলাচল

গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে কেএমডিএ-র পর্যবেক্ষণ দল উড়ালপুল পরিদর্শনে যায়। তখন ফাট দেখতে পান ইঞ্জিনিয়াররা। টেল টেলস পদ্ধতিতে হয় উড়ালপুল পরীক্ষা। এর আগেও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল ওই একই পদ্ধতিতে। 

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ব্রিজ নির্মাণকারী সংস্থাকে ডেকে কথা বলবেন তাঁরা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই কাজ। 

.