লাশকাটা ঘরে বাড়ছে ভিড়, শবদেহ এলেই চেনার চেষ্টা করছেন স্বজনহারারা
পোস্তায় সেতু বিপর্যয়ের জের। কলকাতা মেডিক্যাল কলেজ সহ ঘটনাস্থলের আশেপাশের হাসপাতালে স্বজনহারা ও নিখোঁজদের পরিবারের লোকজনদের ভিড়। দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত মেডিক্যালে এসেছে মোট ১৭টি দেহ। রাত তিনটের সময় মর্গে নিয়ে যাওয়া ৩টি দেহ। এছাড়া মারোয়ারি রিলিফ হাসপাতাল এবং আরজি কর থেকেও দেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতদের আত্মীয়রা এখনও চোখে মুখে উত্কন্ঠা নিয়ে হাসপাতালে বসে রয়েছেন। কোনও দেহ এলেই চেনার চেষ্টা করছেন, দেখছেন চেনা কেউ আছেন কী না। সনাক্তকরণের কাজ চললেও এখনও পর্যন্ত তিনটি দেহের অবস্থা এতটাই বিভত্স যে তাঁদের কোনও ভাবেই সনাক্ত করা যাচ্ছে না। হেল্প ডেস্কে চরম ব্যস্ততা।
![লাশকাটা ঘরে বাড়ছে ভিড়, শবদেহ এলেই চেনার চেষ্টা করছেন স্বজনহারারা লাশকাটা ঘরে বাড়ছে ভিড়, শবদেহ এলেই চেনার চেষ্টা করছেন স্বজনহারারা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/01/52509-posta2.jpg)
ওয়েব ডেস্ক: পোস্তায় সেতু বিপর্যয়ের জের। কলকাতা মেডিক্যাল কলেজ সহ ঘটনাস্থলের আশেপাশের হাসপাতালে স্বজনহারা ও নিখোঁজদের পরিবারের লোকজনদের ভিড়। দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত মেডিক্যালে এসেছে মোট ১৭টি দেহ। রাত তিনটের সময় মর্গে নিয়ে যাওয়া ৩টি দেহ। এছাড়া মারোয়ারি রিলিফ হাসপাতাল এবং আরজি কর থেকেও দেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতদের আত্মীয়রা এখনও চোখে মুখে উত্কন্ঠা নিয়ে হাসপাতালে বসে রয়েছেন। কোনও দেহ এলেই চেনার চেষ্টা করছেন, দেখছেন চেনা কেউ আছেন কী না। সনাক্তকরণের কাজ চললেও এখনও পর্যন্ত তিনটি দেহের অবস্থা এতটাই বিভত্স যে তাঁদের কোনও ভাবেই সনাক্ত করা যাচ্ছে না। হেল্প ডেস্কে চরম ব্যস্ততা।