বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে তৃণমূল, কলকাতায় বললেন জয়রাম
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল কংগ্রেসও। মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয়রাম রমেশ কলকাতায় এসে তোপ দাগলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিজেপি-র সঙ্গে গোপনে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল কংগ্রেসও। মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয়রাম রমেশ কলকাতায় এসে তোপ দাগলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিজেপি-র সঙ্গে গোপনে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস।
কংগ্রেসের সঙ্গে অনেকদিন ধরেই সংঘাত চলছে তৃণমূল কংগ্রেসের। সুযোগ পেলেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেসকে তা ফিরিয়ে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অভিযোগ তুললেন, `মমতা বিজেপির দোসর।`
প্রেক্ষাপট হাওড়া লোকসভার উপনির্বাচন। রাজনৈতিক মহলের অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে সাহায্য করতে দেওয়াল লিখনের পরও শেষ পর্যন্ত ওই কেন্দ্রে প্রার্থী দেয়নি বিজেপি। জয়রাম টেনে আনলেন সেই প্রসঙ্গ।
গত লোকসভা ও বিধানসভায় তৃণমূল ও কংগ্রেস মধ্যে জোটের মূল কারিগর ছিলেন জয়রাম রমেশ। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বার বার দিল্লিতে অস্বস্তিতে পড়তে হয়েছে প্রদেশ কংগ্রেস নেতাদের। এবার সেই জয়রাম রমেশের গলায় চড়া তৃণমূল বিরোধিতার সুরে হকচকিয়ে গেছেন প্রদেশ নেতারাও।তবে, কী রাহুল রান্ধীর তৃণমূলের বিরোধিতার সুর কী এবার জয়রাম রমেশের গলায়?