রাতভর বৃষ্টিতে গাছ ভেঙে বিপর্যস্ত গড়িয়াহাট এলাকায় যান চলাচল
একে অবিরাম ধারায় পড়ে চলেছে বৃষ্টি। তারপর গোদের উপর বিশ ফোঁড়ার মতো রাতভর বৃষ্টিতে গাছ ভেঙে বিপর্যস্ত গড়িয়াহাট এলাকায় যান চলাচল। গভীর রাতে গাড়িয়াহাটের কাছে ভেঙে পড়ে বড় গাছটি। শুধু তাই নয়, সেখানে ভেঙে পড়েছে একটি ল্যাম্প পোস্টও। এর ফলে জ্যাম হয়ে যায় রাস্তায়।
ওয়েব ডেস্ক: একে অবিরাম ধারায় পড়ে চলেছে বৃষ্টি। তারপর গোদের উপর বিশ ফোঁড়ার মতো রাতভর বৃষ্টিতে গাছ ভেঙে বিপর্যস্ত গড়িয়াহাট এলাকায় যান চলাচল। গভীর রাতে গাড়িয়াহাটের কাছে ভেঙে পড়ে বড় গাছটি। শুধু তাই নয়, সেখানে ভেঙে পড়েছে একটি ল্যাম্প পোস্টও। এর ফলে জ্যাম হয়ে যায় রাস্তায়।
আরও পড়ুন দুর্যোগের ভোগান্তি থেকে আজও রেহাই নেই কলকাতা বা রাজ্যবাসীর
কিন্তু অনেক চেষ্টা করেও রাস্তা থেকে এখনও গাছটি সরানো সম্ভব হয়নি। গাছ পড়ে যাওয়ায় রাসবিহারী এ্যাভিনিউয়ে দুটি লেনে যান চলাচল বন্ধ। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ থেকে নিত্যযাত্রীরা। নিজেদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে তাঁদের। তাই আপাতত ওই রাস্তাটি এড়িয়ে যাওয়াই ভাল।
আরও পড়ুন ভারী বৃষ্টির জেরে উত্তর ও মধ্য কলকাতায় এখনও জল জমে রয়েছে, জল ট্রেন লাইনেও