অটোসমস্যা নিয়ে সরকারি বৈঠকে আমন্ত্রণ শুধু আইএনটিটিইউসিকে
অটোচালকদের সঙ্গে বৈঠকেও প্রশ্নের মুখে সরকারের নিরপেক্ষতা। অধিকাংশ অটোচালকের সংগঠনেরই অভিযোগ, রবিবারের বৈঠকে তাদের ডাকাই হয়নি। জবাবে পরিবহণ মন্ত্রী দাবি করেছেন, রবিবারের বৈঠকে সেভাবে কোনও সংগঠনকেই আমন্ত্রণ জানানো হয়নি। যদিও সভাস্থলের বাইরে দিনভর শোভা পেয়েছে আইএনটিটিইউসির ব্যানার। সভায় আগাগোড়া ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভানেত্রী দোলা সেন।
অটোচালকদের সঙ্গে বৈঠকেও প্রশ্নের মুখে সরকারের নিরপেক্ষতা। অধিকাংশ অটোচালকের সংগঠনেরই অভিযোগ, রবিবারের বৈঠকে তাদের ডাকাই হয়নি। জবাবে পরিবহণ মন্ত্রী দাবি করেছেন, রবিবারের বৈঠকে সেভাবে কোনও সংগঠনকেই আমন্ত্রণ জানানো হয়নি। যদিও সভাস্থলের বাইরে দিনভর শোভা পেয়েছে আইএনটিটিইউসির ব্যানার। সভায় আগাগোড়া ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভানেত্রী দোলা সেন।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে রবিবার দিনভর শোভা পেয়েছে এই ব্যানারটি। ব্যানারের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে অটোচালকদের সভায় প্রধান বক্তা পরিবহণ মন্ত্রী মদন মিত্র। অটোচালকদের অন্যান্য সংগঠনের অভিযোগ, রবিবারের বৈঠকে তাদের ডাকেইনি সরকার।
তবে, পরিবহণ মন্ত্রীর দাবি, সেভাবে কাউকেই আনন্ত্রণ জানানো হয়নি। পরিবহণ মন্ত্রী একথা বললেও সভাকক্ষের বাইরের এই ব্যানার এবং ভিতরে আইএনটিটিইউসির নেত্রী দোলা সেনের উপস্থিতি বলছে অন্য কথা। মুখে গণতন্ত্রের কথা বললেও, অটোচালকদের বৈঠকেও সরকার দলতন্ত্রকেই প্রাধান্য দিল বলেই অভিযোগ তুলছে আইএনটিইউসি।