শিশুকে ধর্ষণ: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে মিছিলে তপসিয়ার বাসিন্দারা

তপসিয়ায় শিশুকন্যাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ মিছিল করবেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ধৃত মহম্মদ ইমতিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে মিছিল করবেন তপসিয়ার বাসিন্দারা। মিছিল যাবে আলিপুর কোর্ট পর্যন্ত।

Updated By: Sep 16, 2013, 05:56 PM IST

তপসিয়ায় শিশুকন্যাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ মিছিল করবেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ধৃত মহম্মদ ইমতিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে মিছিল করবেন তপসিয়ার বাসিন্দারা। মিছিল যাবে আলিপুর কোর্ট পর্যন্ত।
গতকাল রাতে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই যুবক মহম্মদ ইমতিয়াজের বিরুদ্ধে। রাত ৯টা নাগাদ চকোলেট দেওয়ার নাম করে ওই শিশুকন্যাকে বাড়ির কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শিশুকন্যা। ধরা পড়ে যায় মহম্মদ ইমতিয়াজ। নির্যাতিতা শিশুকন্যা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 
পুলিশের কাছে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবারের লোকজন জানান, মেয়ের চিৎকার শুনে তাঁরা এবং বহুতলের অন্য বাসিন্দারা দৌড়ে ছাদে যান। দেখেন, গুরুতর জখম অবস্থায় মেয়েটি পড়ে আছে। বাসিন্দাদের দেখে পালাতে গিয়ে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। মারধরের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা।

.