ধর্মঘটে সামিল হওয়ায় কোপের মুখে স্টুডিও পাড়া

ধর্মঘটের দিন শুটিং বন্ধ রাখার জন্য এবার কোপে পড়লেন টালিগঞ্জের প্রযোজকেরা। ওই দিন  স্টুডিওপাড়ায় শুটিং বন্ধ রেখেছিলেন প্রযোজকরা। কিন্তু টেকনিশিয়ান ফেডারেশনের দাবি, তাঁদের অনেকে সে দিন কাজ করতে ইচ্ছুক ছিলেন। শুটিং  বন্ধ থাকায় তাঁরা সে দিনের মজুরি পাননি।

Updated By: Feb 22, 2013, 09:19 PM IST

ধর্মঘটের দিন শুটিং বন্ধ রাখার জন্য এবার কোপে পড়লেন টালিগঞ্জের প্রযোজকেরা। ওই দিন  স্টুডিওপাড়ায় শুটিং বন্ধ রেখেছিলেন প্রযোজকরা। কিন্তু টেকনিশিয়ান ফেডারেশনের দাবি, তাঁদের অনেকে সে দিন কাজ করতে ইচ্ছুক ছিলেন। শুটিং  বন্ধ থাকায় তাঁরা সে দিনের মজুরি পাননি।
শুক্রবার তৃণমূল সমর্থিত ফেডারেশনের পক্ষ থেকে টলিগঞ্জের তিনটি প্রযোজক সংগঠনকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ধর্মঘটের দিন কাজ করতে  ইচ্ছুকদের বেতন ৭২ ঘণ্টার মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে। ফেডারেশনের সম্পাদিকা অপর্না ঘটক জানিয়েছেন, এরই মধ্যে চিঠি প্রযোজকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

.