আজ সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনার সঙ্গেই বাঙালির চির প্রেমের দিন ঘিরে মেতেছে রাজ্য

মাঘ মাসের পঞ্চমী তিথি। সরস্বতী পুজোর আনন্দে মাতলেন বাঙালি। সকাল থেকেই বাড়ির আর ক্লাবের মণ্ডপে মণ্ডপে মন্ত্রোচ্চারণের শব্দ। স্কুল স্কুলে বাগদেবীর আরাধনা। রান্না ঘরে খিচুড়ি আর জোড়া ইলিশের তোড়জোড়। শীতের বাঁধন আলগা করে বসন্তকে আবাহনের পালা শুরু আজ থেকেই।

Updated By: Feb 4, 2014, 11:26 AM IST

মাঘ মাসের পঞ্চমী তিথি। সরস্বতী পুজোর আনন্দে মাতলেন বাঙালি। সকাল থেকেই বাড়ির আর ক্লাবের মণ্ডপে মণ্ডপে মন্ত্রোচ্চারণের শব্দ। স্কুল স্কুলে বাগদেবীর আরাধনা। রান্না ঘরে খিচুড়ি আর জোড়া ইলিশের তোড়জোড়। শীতের বাঁধন আলগা করে বসন্তকে আবাহনের পালা শুরু আজ থেকেই।

নতুন শাড়ি, প্রথম শাড়ির আনকোরা ভাঁজে সব কিশোরীই আজ তিলোত্তমা। কৈশর ফেরিয়ে তারুণ্যের দোরগোড়ায় আজ যারা দাঁড়িয়ে তাদের বুকে কিউপিডের তীর। পুরনো বান্ধবীকে নতুন করে আবিষ্কার করার দিন আজ। বাঙালির আসলি ভ্যালেন্টাইন ডে।

অন্যদিকে, টানা ১০ দিন ধরে একই রকম রয়েছে শীতের প্রকোপ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কম। সরস্বতী পুজোর সকালে শহরের তাপমাত্রা পৌছয় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সকাল ও রাতের দিকে শীতের অনুভুতি বেশ তীব্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তীব্রতা অনুভুত হচ্ছে। সূর্যের উত্তরায়ণের কারণেই দিন ও রাতের তুলনায় বেলার দিকে শীত কম অনুভুত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে শীতের এই পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকবে।

.