টেট থেকে এসএসসি, রাজ্যে বিক্ষোভ চলছেই

এসএসসির ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভে ফেটে পড়ল হাওড়া পোস্ট অফিস। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফর্ম না পাওয়ায় আজ বিভিন্ন ডাকঘরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয় পুলিসকে।

Updated By: Feb 3, 2014, 11:49 PM IST

এসএসসির ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভে ফেটে পড়ল হাওড়া পোস্ট অফিস। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফর্ম না পাওয়ায় আজ বিভিন্ন ডাকঘরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয় পুলিসকে।

অন্যদিকে টেট দুর্নীতির প্রতিবাদে আজও জেলায় বিক্ষোভ দেখায় রাজনৈতিক দলগুলি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও মেলেনি স্কুল সার্ভিস কমিশনে শিক্ষকপদে আবেদনের জন্য ফর্ম। শেষ পর্যন্ত বিক্ষোভে ফেটে পড়েন হাওড়া পোস্ট অফিসে লাইনে দাঁড়িয়ে থাকা নিয়োগপ্রার্থীরা। গোলমাল থামাতে হস্তক্ষেপ করতে হয় পুলিসকে।

একই ঘটনা ঘটেছে বেহালা পোস্ট অফিসেও। বেলা এগারোটা নাগাদ ফর্ম ফুরিয়ে যাওযার কথা ঘোষণা করেন ডাকঘর কর্তৃপক্ষ। এতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। পরে বেহালা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই অভিযোগে এদিন উত্তেজনা ছড়ায় বহরমপুরের রানিনগর পোস্ট অফিসে। অভিযোগ, প্রতিদিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফর্ম পাচ্ছেননা চাকরি প্রার্থীরা। ফর্ম আছে, তবে পরিকাঠামোর অভাবেই তা দেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি পোস্ট অফিস কর্তৃপক্ষের।

এদিকে টেট কেলেঙ্কারি নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সোমবার মালদায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দফতরের সামনে অবস্থান বিক্ষোভে যোগ দেন মৌসম বেনেজির নূর।

টেট দুর্নীতির প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকেও মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

.