"আঠারো কোন বাধা মানে না", আজ তৃণমূলের বয়স আঠারো

পয়লা জানুয়ারি, বিশেষ দিন রাজ্যের শাসক দলের কাছে। এদিনই জন্মদিন তৃণমূল কংগ্রেসের। আজকের দিনেই পথ চলা শুরু, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। সেই দল আজ আঠেরোয় পা দিল। দলের জন্মদিনে সকাল সকাল টুইটারে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আজকের দিনে উনিশশো আটানব্বই সালে বাংলার মানুষই শুরু করেন তৃণমূল কংগ্রেস। আজকে দল আঠেরোয় পড়ল। সবসময়ই মানুষের জন্য, মানুষের সঙ্গে, মানুষের পাশে। এর পাশাপাশি আজ টুইটারে হাতেখড়িরও প্রথম বর্ষপূর্তি মুখ্যমন্ত্রীর। এনিয়ে তাঁর বার্তা, আজ টুইটারে এক বছর পূর্ণ হল। সবার সাথে এই ডিজিটাল যাত্রা উপভোগ করছি। সুস্থ থাকুন, ভাল থাকুন। নববর্ষের শুভকামনা।   

Updated By: Jan 1, 2016, 01:32 PM IST
"আঠারো কোন বাধা মানে না", আজ তৃণমূলের বয়স আঠারো

ওয়েব ডেস্ক: পয়লা জানুয়ারি, বিশেষ দিন রাজ্যের শাসক দলের কাছে। এদিনই জন্মদিন তৃণমূল কংগ্রেসের। আজকের দিনেই পথ চলা শুরু, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। সেই দল আজ আঠেরোয় পা দিল। দলের জন্মদিনে সকাল সকাল টুইটারে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আজকের দিনে উনিশশো আটানব্বই সালে বাংলার মানুষই শুরু করেন তৃণমূল কংগ্রেস। আজকে দল আঠেরোয় পড়ল। সবসময়ই মানুষের জন্য, মানুষের সঙ্গে, মানুষের পাশে। এর পাশাপাশি আজ টুইটারে হাতেখড়িরও প্রথম বর্ষপূর্তি মুখ্যমন্ত্রীর। এনিয়ে তাঁর বার্তা, আজ টুইটারে এক বছর পূর্ণ হল। সবার সাথে এই ডিজিটাল যাত্রা উপভোগ করছি। সুস্থ থাকুন, ভাল থাকুন। নববর্ষের শুভকামনা।   

.