ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী
ধর্ষণের অভিযোগে মহম্মদ জুম্মান নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিস। মহিলার পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মী হওয়ায় অভিযুক্তকে প্রথমে পুলিস গ্রেফতার করতে চায়নি।
ধর্ষণের অভিযোগে মহম্মদ জুম্মান নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিস। মহিলার পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মী হওয়ায় অভিযুক্তকে প্রথমে পুলিস গ্রেফতার করতে চায়নি।
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে বাধ্য হয় নারকেলডাঙ্গা থানা।
ফের ধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়। নারকেলডাঙার গ্যাস স্ট্রিটের বাসিন্দা বাইশ বছরের এক বিবাহিত মহিলার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল অভিযুক্ত মহম্মদ জুম্মানের। মহম্মদ জুম্মান আগে গ্যাস স্ট্রিটে থাকলেও এখন রাজা দীনেন্দ্র স্ট্রিটের বাসিন্দা। সোমবার, আধার কার্ড করিয়ে দেওয়ার নাম করে সে ওই মহিলাকে প্রথমে লেডি ডাফরিন হাসপাতাল, পরে বৌবাজারের কোনও এক জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
মহিলা বাড়ি ফিরে তাঁরা বাবা-মা-কে ঘটনাটি জানান। খবর জানাজানি হলে, স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে মারধর করেন। পরে, মহিলা ও তাঁর পরিবার নারকেলডাঙা থানায় অভিযোগ জানাতে যান। ধরে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত মহম্মদ জুম্মানকেও। মহিলার পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মী হওয়ায় পুলিস প্রথমে অভিযুক্তকে গ্রেফতার করতে চায়নি। এরপর, পুলিসের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা বাধে। রাতে নারকেলডাঙা থানা ঘেরাও করা হয়। পরে, চাপে পড়ে মহম্মদ জুম্মানকে গ্রেফতার করে পুলিস।
তৃণমূল কর্মী বলে পরিচিত ধর্ষণে অভিযুক্ত মহম্মদ জুম্মান এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।