Mamata Banerjee: সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মমতা, সফরসঙ্গী অভিষেক

আগামী বছরই বিধানসভা ভোট মেঘালয়ে। সঙ্গে ত্রিপুরায়ও। দুই রাজ্যেউ এবার ভোটে প্রার্থী দিতে চায় তৃণমূল। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

Updated By: Dec 11, 2022, 11:06 PM IST
 Mamata Banerjee: সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মমতা, সফরসঙ্গী অভিষেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: উত্তর-পূর্ব ভারতে নজর তৃণমূলের। সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসঙ্গী অভিষেক। 

আগামী বছরই বিধানসভা ভোট মেঘালয়ে। গত বছর নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মুকুল সাংমা। সঙ্গে কংগ্রেসের আরও ১১ জন বিধায়ক। বাংলার শাসকদলই এখন মেঘালয়ের প্রধান বিরোধী দল। স্রেফ মেঘালয় নয়, আগামী বছর ত্রিপুরায়ও বিধানসভা ভোটে প্রার্থীর দিতে চায় তৃণমূল। বস্তুত, ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: SSC: মেধাতালিকায় বেশি নম্বর পেয়েও মেলেনি চাকরি! ফের মামলা হাইকোর্টে

নভেম্বরেই মেঘালয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে সঙ্গে নিয়ে মেঘালয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ দিনের সফরে কী কী কর্মসূচি থাকছে? সম্প্রতি অসম-মেঘালয়ে পুলিসের গুলিতে প্রাণ হারান ৫ গ্রামবাসীর। মৃতের সকলেই মেঘালয়ে বাসিন্দারা। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল অসম পুলিস। তৃণমূল সূত্রে খবর, সোমবার মেঘালয়ে পৌঁছেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন মমতা। পরের দিন, মঙ্গলবার কর্মিসভা করবেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.