মমতার ভয়ে দিবাস্বপ্ন দেখছেন মোদী, বিজেপির পাল্টা সভায় দাবি তৃণমূলের

বাংলা থেকে যাঁরা মমতাকে সরানোর ডাক দিচ্ছেন তাঁরা বাংলার সংস্কৃতি বোঝেন না। শহিদ মিনারে বিজেপির পাল্টা সভা করে এভাষাতেই তোপ দাগল যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে দিবাস্বপ্ন দেখছেন মোদী-অমিত শাহরা।   

Updated By: Dec 1, 2014, 09:03 PM IST
মমতার ভয়ে দিবাস্বপ্ন দেখছেন মোদী, বিজেপির পাল্টা সভায় দাবি তৃণমূলের

কলকাতা: বাংলা থেকে যাঁরা মমতাকে সরানোর ডাক দিচ্ছেন তাঁরা বাংলার সংস্কৃতি বোঝেন না। শহিদ মিনারে বিজেপির পাল্টা সভা করে এভাষাতেই তোপ দাগল যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে দিবাস্বপ্ন দেখছেন মোদী-অমিত শাহরা।   

রবিবার বিজেপির সভার মূল টার্গেট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২৪ ঘণ্টার মধ্যে শহিদ মিনারে সভায় বিজেপি নেতাদের বহিরাগত আখ্যা দিয়ে পাল্টা  তোপ দাগল তৃণমূল কংগ্রেস।     
প্রথমে কলকাতা পুরভোট, তারপর ২০১৬ -এর  বিধানসভা ভোট। বিজেপির সমাবেশে গতকালই টার্গেট বেধে দিয়েছিলেন অমিত শাহ। সোমবার তার পাল্টা জবাব দিলেন  যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

.