১৮টা আসন পেয়ে গিয়েছি, অতএব বাজিমাত, দিবাস্বপ্ন দেখছে: TMC

লোকসভা ভোটের বাংলা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। 

Updated By: Nov 18, 2020, 06:53 PM IST
১৮টা আসন পেয়ে গিয়েছি, অতএব বাজিমাত, দিবাস্বপ্ন দেখছে: TMC

নিজস্ব প্রতিবেদন: লোকসভার সঙ্গে বিধানসভা ভোটের ফারাক আছে বলে মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বিজেপিকে বিঁধে তিনি বলেন,''বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে অবহিত নয়। অশান্তি বাধানোর অপচেষ্টা করছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। মুর্খের স্বর্গে বাস করছে।'' 

লোকসভা ভোটের বাংলা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। ১৮ জন সাংসদ প্রাপ্তির পর বিধানসভা ভোটে ২০০টি আসন বেঁধে দিয়েছেন অমিত শাহ। বিজেপি দিবাস্বপ্ন দেখতে বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়,''১৮টা আসন পেয়ে গিয়েছি। অতএব বাজিমাত। দিবাস্বপ্ন দেখছে। একটা লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটের কোনও সম্পর্ক নেই। বিধানসভা ও লোকসভাকে এক করে দেখাই তো হাস্যকর।'' 

বাম জমানার কথা টেনে সুখেন্দুশেখর রায় বলেন, ''তখন ত্রস্ত বিধ্বস্ত বাংলা। রাজ্যের স্থিতাবস্থা ফিরিয়েছেন মমতা। বাংলার পুনর্গঠন করেছেন।'' জেলাগুলিকে পাঁচটি জোনে ভাগ করে 'পঞ্চ পাণ্ডব'কে দায়িত্ব দিচ্ছে বিজেপি। সেই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন,''বাংলায় বহিরাগতরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তা রুখতে হবে।'' 

ক্ষমতায় আসলে বাংলাকে গুজরাট বানাব বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এনিয়ে সুখেন্দুশেখর রায় বলেন,''অনেক ঝড়ঝাপটা সামলে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা। গুজরাট মডেল চালু করার কথা বলছে। বাংলার মানুষের কতখানি ক্ষতি হতে পারে!' স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাখাত ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিসংখ্যান দেন সুখেন্দুশেখর। দাবি করেন, সবক্ষেত্রেই বাংলার চেয়ে পিছিয়ে গুজরাট। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত সুখেন্দুশেখর রায়ের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।   

আরও পড়ুন- শুভেন্দুর সঙ্গে বৈঠক TMC শীর্ষনেতার, জানালেন মনোমালিন্যের কারণ

.